এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৯ পিএম
ওড়িশার ৬ জেলার জন্য রেড অ্যালার্ট! ভারী বৃষ্টির সতর্কতা বাংলা-সহ কয়েকটি রাজ্যে
আবহাওয়া দফতরের তরফে বুধবার সকালে ওড়িশার ছটি জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, ১৩-১৪ সেপ্টেম্বর ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত ও ১৫ সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাত হতে পারে। যেসব জেলাগুলির জন্য সতর্কতা জারি করা হয়েছে, সেগুলি হল মালকানগিরি, কোরাপুট, নবরংপুর, কালাহান্ডি, বোলাঙ্গির এবং কন্ধমাল। আবহাওয়া দফতরের সতর্কবার্তা বলা হয়েছে, অতিভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির তীব্রতার কারণে আতষ্মিক বন্যার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির কারণেই এই পরিস্থিতি বলে জানানো হয়েছে।