ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
Logo
logo

কেরলে 'নিপা'য় মৃত্যু! গ্রামের পর গ্রাম কন্টেইনমেন্ট জোন, বন্ধ স্কুল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৯ পিএম

কেরলে 'নিপা'য় মৃত্যু! গ্রামের পর গ্রাম কন্টেইনমেন্ট জোন, বন্ধ স্কুল

কেরলে 'নিপা'য় মৃত্যু! গ্রামের পর গ্রাম কন্টেইনমেন্ট জোন, বন্ধ স্কুল

কেরলের কোঝিকোড়ে সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানেই নিপা ভাইরাস সংক্রমণ ২ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের বিস্তার রোধে বিধিনিষেধ ও ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। কোঝিকোড় জেলায় নয় বছরের একটি বালক-সহ চারজন মধ্যে নিপা ভাইরাস নিশ্চিত হওয়ার পরে সরকারের তরফে বিধিনিষেধ আরোপ করা হয়। যা নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরও সতর্কতা জারি করে। জেলা কর্তৃপক্ষের তরফে আক্রান্ত এলাকায় স্কুল ও অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি