ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Logo
logo

‘আদর্শ’ একাদশে আর্জেন্টিনার ৪ ফুটবলার, ব্রাজিলের ২


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম

‘আদর্শ’ একাদশে আর্জেন্টিনার ৪ ফুটবলার, ব্রাজিলের ২

‘আদর্শ’ একাদশে আর্জেন্টিনার ৪ ফুটবলার, ব্রাজিলের ২

 শুরু হয়ে গেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিতের লড়াই। আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বাছাইপর্বের মিশন শুরু করেছে লাতিন আমেরিকা অঞ্চলের দলগুলো। 

ইতোমধ্যে প্রতিটি দল দুইটি করে ম্যাচ খেলেছে। দুই ম্যাচের দুইটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। গোল ব্যবধানে এগিয়ে থাকায় প্রথম স্থানে রয়েছে ব্রাজিল। 

তবে একটা দিক থেকে আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে আছে সেলেসাওরা। বাছাইপর্বের এই দুই রাউন্ডের ম্যাচ বিশ্লেষণ করে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন বা কনমেবল একটি একাদশ গড়েছে। সেই একাদশের নাম দিয়েছে ‘আদর্শ একাদশ’। 

কনমেবলের তৈরি করা সেই আদর্শ একাদশে আর্জেন্টিনার রয়েছে চারজন খেলোয়াড় আর ব্রাজিলের মাত্র দুজন। ইকুয়েডরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। গোলটি করেছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।

নিজেদের দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচটি খেলা হয়নি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি। ৩-০ ব্যবধানে জেতা সেই ম্যাচে গোল করেছেন এনজো ফার্নান্দেজ, নিকোলাস তালিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস। কনমেবলের আদর্শ একাদশে অবশ্য এই তিন গোলদাতার মধ্য থেকে আছেন শুধু তালিয়াফিকো। আছেন মেসিও। আর্জেন্টিনা দল থেকে আদর্শ একাদশে জায়গা পাওয়া অন্য দুজন আনহেল দি মারিয়া ও ক্রিস্তিয়ান রোমেরো।

এইদিকে নেইমার ও রদ্রিগোর জোড়া গোলে বলিভিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি ৫-১ গোলে জিতেছে ব্রাজিল। সেই ম্যাচে ব্রাজিলের অন্য গোলটি করেছেন রাফিনিয়া। দ্বিতীয় ম্যাচে পেরুর মাঠ থেকে ব্রাজিল ১-০ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে মারকিনিওসের গোলে।

ব্রাজিল দল থেকে আদর্শ একাদশে অবশ্য মার্কিনিওস বা রাফিনিয়ার কেউই সুযোগ পাননি। ব্রাজিল দল থেকে আদর্শ একাদশে নেইমারের সঙ্গে আছেন রদ্রিগো। আদর্শ একাদশে কে কী কারণে আছেন, সেই ব্যাখ্যাও দিয়েছে কনমেবল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি