এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম
স্ত্রীর বিরুদ্ধে তদন্তের বিস্তারিত তথ্য প্রকাশ করে আচরণবিধি লঙ্ঘন করেছেন
হাউস অব কমন্সের স্ট্যান্ডার্ডস কমিটি মনে করে, তদন্তের যতটুকু তথ্য প্রকাশ করা হয়েছে, তার চেয়ে বেশি প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট থেকে বলাটা ঠিক হয়নি। তবে তাদের দৃষ্টিতে এটি ছোটখাটো এবং অসাবধানতাবশত আচরণবিধি লঙ্ঘনের ঘটনা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী অক্ষতা মূর্তির বিরুদ্ধে পার্লামেন্টের তদন্ত চলাকালে এসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী আচরণবিধি লঙ্ঘন করেছেন। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের স্ট্যান্ডার্ডস কমিটি এমন মতামত জানিয়েছে। তবে তারা বলছে, সুনাক অসাবধানতাবশত কাজটি করেছেন।
একটি শিশুযত্ন-বিষয়ক কোম্পানিতে অক্ষতার আর্থিক স্বার্থসংশ্লিষ্টতা বিষয়ে যথাযথভাবে তথ্য প্রকাশে সুনাকের ব্যর্থতা নিয়ে পার্লামেন্টের তদন্ত চলছে। সে তদন্তের বিস্তারিত তথ্য গণমাধ্যমের কাছে প্রকাশ করে দিয়েছে ডাউনিং স্ট্রিট।
তদন্তে দেখা গেছে, শিশুযত্ন-বিষয়ক সংস্থায় অক্ষতা মূর্তির স্বার্থসংশ্লিষ্ট তথ্যগুলো যথাযথভাবে প্রকাশে সুনাক ব্যর্থ হয়েছেন। আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনে পার্লামেন্টারি কমিশনার ফর স্ট্যান্ডার্ডসের ড্যানিয়েল গ্রিনবার্গ বলেছেন, সুনাক অসাবধানতাবশত কাজটি করেছেন। আচরণবিধি নিয়ে বিভ্রান্তি থেকে এমনটা হয়েছে।
তদন্ত কমিটির অভিমত মেনে নিয়েছেন সুনাক। তিনি ইতোমধ্যে ক্ষমা চেয়েছেন। বিধি লঙ্ঘনের এ ঘটনার মাত্রা বিবেচনা করে অবশ্য ঋষি সুনাকের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞার সুপারিশ করেনি স্ট্যান্ডার্ডস কমিটি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি