এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৯ পিএম
পশ্চিমবঙ্গে বিশ্বসেরা ফুটবল একাডেমি তৈরি করবে লা-লিগা: মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার ফুটবলের আবেগের সঙ্গে সঙ্গে মোহনবাগান -ইস্টবেঙ্গলের সমর্থকদের উন্মাদনা আমাদের সকলেরই জানা। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের আগে থেকেই ফুটবল নিয়ে জল্পনা তৈরি হয়েছিলো। এবার বাংলার ফুটবলের উন্নতির জন্য লা লিগার সদস্যদের সঙ্গে একাধিক পদক্ষেপ নিলেন তিনি।
স্পেন সফরের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ফুটবলের উন্নতির এবং আধুনিকীকরণের বিষয়টি মাথায় রেখেছিলেন। অবশেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্ট জাভিয়ার তেভাসের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়। এই বৈঠকে দুই পক্ষের মধ্যে এমওইউ স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বাংলায় লা লিগা কর্তৃপক্ষ ফুটবলের উন্নতির জন্য ফুটবল অ্যাকাডেমি সহ একাধিক বিষয়ে পদক্ষেপ নিতে চলেছে বলে জানা গেছে।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের সঙ্গে লা লিগার কর্তৃপক্ষের বৈঠকটি সফল হয়েছে। খুব তাড়াতাড়ি লা লিগার কর্মকর্তারা কলকাতায় আসবেন। এখানে একটি ফুটবল অ্যাকাডেমি গড়ে তুলবেন তারা। বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমরা আমাদের থেকে সবরকম সাহায্য করবো। আমরা শুধু চাই বাংলার ফুটবলের উন্নতির জন্য একটি আধুনিক ফুটবল অ্যাকাডেমি গড়ে উঠুক। সেখান থেকে মেসি ও রোনালদোর মতো বিশ্বমানের ফুটবলার তৈরি হোক।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই বৈঠকের ছবি পোস্ট করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই আলোচনায় ভারত তথা বিশ্বের অন্যতম প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে তিনি বলেন, ভারতের জন্য অসাধারণ একটি মুহূর্ত হতে চলেছে। আশাকরি ভবিষ্যতে স্প্যানিশ ফুটবল কলকাতায় অন্যরকম দৃষ্টান্ত গড়ে তুলবে। লা লিগা কর্তৃপক্ষরা একবার কলকাতায় আসলে বুঝতে পারবেন কেন বাংলা এই অ্যাকাডেমি গড়ে তোলার জন্য আদর্শ জায়গা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি