এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৯ পিএম
বিপজ্জনক ঐতিহ্যের তালিকা থেকে ভেনিসের নাম বাদ দিল ইউনেস্কো
ইউনেস্কো ইতালির ভেনিস শহরটিকে তার ঐতিহ্যের বিপদ তালিকা থেকে বাদ দিয়েছে। গত জুলাই মাসে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সতর্ক করেছিল যে ইতালি শহরটিকে অতিরিক্ত পর্যটন, উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের হুমকি থেকে রক্ষা করতে যথেষ্ট কাজ করছে না।
ইউনেস্কো ভেনিসকে তার ঐতিহ্যের বিপদ তালিকায় যুক্ত করার সুপারিশ করলেও বৃহস্পতিবার ভোটে সেই সুপারিশ পাস হয়নি। ইতালির সংস্কৃতি মন্ত্রণালয় সৌদি আরবে ইউনেস্কোর ভোটের ফলাফলকে স্বাগত জানিয়েছে।
তালিকায় ভেনিস শহরটিকে নিবন্ধিত করার প্রচেষ্টাকে ইতালি ‘বিশুদ্ধভাবে রাজনৈতিক’ বলে অভিহিত করে। বৃহস্পতিবার ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো টুইটে বলেন, ‘ইউনেস্কোতে মহান বিজয়... ভেনিস ঝুঁকিপূর্ণ নয়।’
তবে সর্বশেষ সিদ্ধান্তের পরে, ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি বলেছে যে ভেনিস এখনও বড় চ্যালেঞ্জের মুখোমুখি এবং ইতালিকে এটি রক্ষা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি