এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৯ পিএম
কিয়েভ ও লিভিভের ঐতিহাসিক এলাকাগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা ইউনেস্কোর
ইউনেস্কো শুক্রবার বলেছে, রুশ হামলার কারণে ইউক্রেনের কিয়েভ ও লিভিভ নগরের বড় বড় ঐতিহাসিক এলাকাগুলো ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকিতে আছে। এসব জায়গার পুরোপুরি সুরক্ষা নিশ্চিত করার মতো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
রিয়াদে ইউনেস্কোর বার্ষিক ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভায় গৃহীত এই সিদ্ধান্তটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকা থেকে এই সাইটগুলিকে বাদ দেওয়ার দিকে প্রথম পদক্ষেপ। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় রয়েছে ১,১৫৭টি সাইট।
কিয়েভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল এবং কিয়েভ-পেচেরস্ক লাভরা নামের মঠ এলাকায় মধ্যযুগে নির্মিত ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ইউনেস্কো । সংস্থার বিশ্ব ঐতিহ্যের তালিকায় নাম থাকা লিভিভ নগরের ঐতিহাসিক কেন্দ্রকেও ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এর আগে গত জানুয়ারিতে ইউক্রেনের বন্দরনগরী ওদেসাকে জাতিসংঘের ঝুঁকিপূর্ণ তালিকায় যুক্ত করা হয়।
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যসংক্রান্ত কমিটি বলেছে, এসব এলাকায় সরাসরি হামলার ঝুঁকি যেমন আছে, তেমনি দুই নগরে বোমা হামলার কম্পনের কারণেও এগুলো হুমকিতে আছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি