এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৯ পিএম
আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস, ১০০০ ছড়াতে পারে সংক্রমণের সংখ্যা
করোনার আতঙ্ক এখনও কাটেনি! আর এর মধ্যেই নয়া সঙ্কট কেরলে ভয়ঙ্কর আকার নিচ্ছে নিপা ভাইরাস। ইতিমধ্যে এই ভাইরাসে বহু মানুষ সংক্রমিত হয়েছে। আর এই অবস্থায় নতুন করে কার্যত লকডাউনের পরিস্থিতি সে রাজ্যে। কোঝিকড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর, রবিবার পর্যন্ত স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফেও এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে অনলাইনে পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি