ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র দেবে না বাইডেন প্রশাসন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ জুন, ২০২২, ০২:০৬ পিএম

ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র দেবে না বাইডেন প্রশাসন

ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র দেবে না বাইডেন প্রশাসন

ইউক্রেন থেকে রাশিয়ায় আক্রমণ করা সম্ভব -এমন দীর্ঘপাল্লার কোনো অস্ত্র কিয়েভ সরকারকে দেবে না মার্কিন প্রশাসন। গতকাল (সোমবার) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন।

সাংবাদিকদের কাছে তিনি স্পষ্ট করে বলেন, যে ক্ষেপণাস্ত্র রাশিয়া পর্যন্ত পৌঁছাতে পারে, তা ইউক্রেনকে দেবে না তার সরকার। অথচ শুরু থেকেই ইউক্রেন আমেরিকার কাছে দীর্ঘ পাল্লার অস্ত্র চেয়ে আসছে। ফলে বাইডেনের এই ঘোষণায় কিয়েভের আশা ভঙ্গ হয়েছে বলে মনে করা হচ্ছে।  

গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা। এ নিয়ে গণমাধ্যমে খবরও বের হয়। বিষয়টি নিয়ে গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন বাইডেন। সেখানে তিনি নিশ্চিত করেন, রাশিয়ায় হামলা করা সম্ভব এমন কোনো অস্ত্র ইউক্রেনকে দেয়া হবে না।

এর আগে সিএনএন এবং ওয়াশিংটন পোস্ট শুক্রবার প্রথম রিপোর্ট করে যে, বাইডেন প্রশাসন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার রকেট লঞ্চার সিস্টেম পাঠাচ্ছে। ইউক্রেনের জন্য আমেরিকা নতুন যে সামরিক সহায়তা ঘোষণা করেছে, তারই অংশ হিসেবে এই অস্ত্র দেয়া হচ্ছে। সেই খবর নিয়ে সৃষ্টি হওয়া ধুম্রজাল খোলসা করলেন জো বাইডেন।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। তিন মাসের কিছু বেশি সময় এই যুদ্ধ চলছে এবং দিন দিন ইউক্রেন কোণঠাসা হয়ে পাড়ছে।।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে