এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৯ পিএম
বুর্কিনা ফাসো থেকে ফরাসি সামরিক অ্যাটাশে বহিষ্কার
আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর সামরিক সরকার ‘ধ্বংসাত্মক তৎপরতা’ চালানোর দায়ে দেশটিতে নিযুক্ত ফরাসি সামরিক অ্যাটাশে’কে বহিষ্কারের নির্দেশ দিয়েছে।
আফ্রিকার অপর দেশ নাইজার ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আদেশ দেয়ার কয়েক সপ্তাহের মাথায় এ পদক্ষেপ নিল বুর্কিনা ফাসো।
বুর্কিনা ফাসোর পররাষ্ট্র মন্ত্রণালয় এই বলে সতর্ক করে দিয়েছে যে, ফরাসি সামরিক অ্যাটাশে ইমানুয়েল প্যাসকুইয়ের দেশটি ত্যাগ করার জন্য দুই সপ্তাহ সময় পাবেন। বুর্কিনা ফাসোর সেনা কর্মকর্তারা গত বছর ফ্রান্সের মদদপুষ্ট বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ওউয়াগাডোউগুস্থ ফ্রান্সের সামরিক মিশন পুরোপুরি বন্ধ করে দেয়া হবে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ক্যাপ্টেন ইব্রাহিম ত্রায়োরের নেতৃত্বাধীন সেনাবাহিনী বুর্কিনা ফাসোর ক্ষমতা গ্রহণ করার পর ফ্রান্স তার সাবেক এই উপনিবেশ থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়।
এদিকে, ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বুর্কিনা ফাসোতে নিযুক্ত সামরিক অ্যাটাশের পক্ষ থেকে ধ্বংসাত্মক তৎপরতা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ে মুখপাত্র প্যারিসে বলেন, “ধ্বংসাত্মক তৎপরতা চালানোর সম্পূর্ণ কল্পনাপ্রসূত। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি