ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

আদিলুরের মুক্তি দাবি করলেন কেনেডি পুত্র


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৯ পিএম

আদিলুরের মুক্তি দাবি করলেন কেনেডি পুত্র

 আদিলুরের মুক্তি দাবি করলেন কেনেডি পুত্র

যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর এডওয়ার্ড টেড কেনেডির পুত্র এবং সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা এডওয়ার্ড টেড কেনেডি জুনিয়র আদিলুরের সাথে নিজের ছবি এক্সে পোস্ট করে তিনি শনিবার লিখেছেন, আমি বাংলাদেশে থাকাকালীন অধিকার এর মানবাধিকার চ্যাম্পিয়ন আদিলুর খানের সাথে দেখা করেছিলাম। আমি আতঙ্কিত যে, তিনি যে কাজ করেছেন তার প্রতিশোধ হিসেবে তিনি এখন নাসির উদ্দিন এলানের সাথে বন্দী।

ওই পোস্টের সাথে ‘আদিলুর ও এলানকে মুক্ত করো’ লেখা হ্যাশট্যাগও ব্যবহার করেছেন টেড কেনেডি জুনিয়র।

গত বছরের শেষের দিকে সপরিবারে বাংলাদেশ সফর করেছিলেন টেড কেনেডি জুনিয়র। সপ্তাহব্যাপী ওই সফরকালে সরকারের তরফে তাদের জন্য আতিথেয়তার কোনো ঘাটতি ছিল না। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সাক্ষাৎ করেছিলেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি