ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

এক সিনেমায় শাহরুখ-সালমান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৯ পিএম

এক সিনেমায় শাহরুখ-সালমান

 এক সিনেমায় শাহরুখ-সালমান

বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানকে আবারো একসঙ্গে দেখা যাবে একই সিনেমায়। এ সিনেমার নাম ‘টাইগার ভার্সেস পাঠান’। প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়ার তত্ত্বাবধানে নির্মাণ হতে যাচ্ছে এটি। শোনা যাচ্ছে, চিত্রনাট্য বাছাইয়ের কাজ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সালমান ও শাহরুখ দুজনেই চিত্রনাট্য দেখে পছন্দ করেছেন। আগামী নভেম্বর থেকে শুরু হবে প্রি-প্রোডাকশনের কাজ। সবকিছু ঠিক থাকলে সামনের বছরের মার্চ থেকে শুরু হবে ছবিটির শুটিং।

বলিউড বিশেষজ্ঞদের মতে, এই সিনেমা বিশাল বড় মাইলফলক হতে চলেছে। কারণ সুপারহিট ‘কর্ণ অর্জুন’র পর আবারও বলিউডের দুই তারকাকে একসঙ্গে দেখতে পাবে দর্শকরা। আদিত্য চোপড়া প্রথমে শাহরুখ ও সালমানের সঙ্গে আলাদা করে মিটিং করেন ও তাদের সিনেমার গল্প শোনান। দুই তারকাই এই সিনেমার অনমতি দিয়েছেন।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘টাইগার ভার্সেস পাঠান’ ভারতের প্রযোজিত সবচেয়ে বড় সিনেমা হতে চলেছে বলে দাবি নির্মাতাদের। ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর অংশ হতে চলেছে এই সিনেমা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি