ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

পরিবারের সামনেই মেসিকে পিএসজি সমর্থকদের ব্যঙ্গ


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০১ জুন, ২০২২, ০৪:০৬ পিএম

পরিবারের সামনেই মেসিকে পিএসজি সমর্থকদের ব্যঙ্গ

পরিবারের সামনেই মেসিকে পিএসজি সমর্থকদের ব্যঙ্গ

ফুটবলের ক্ষুদে যাদুকার মেসিকে গালিচা বিছিয়ে স্বাগত জানালেও ম্যাচ চলাকালেই প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) এর সমর্থকরা লিওনেল মেসিকে ব্যঙ্গ করেছে। নিজ দেশে ফিরে টিওয়াইসি নিউজকে এমনটাই জানিয়েছেন মেসি। 

নিজের দেশ আর্জেন্টিনার টিওয়াইসি নিউজকে দেওয়া একটি সাক্ষাতকারে মেসি বলেছেন, কোনো দিন চাইনি যে, আমার স্ত্রী-সন্তানরা স্টেডিয়ামে বসে শুনতে পাক, আমাকে ব্যঙ্গ করা হচ্ছে। চাইনি আমার সন্তানদের এমন অভিজ্ঞতা হোক। বার্সেলোনায় থাকাকালীন কেউ কোনও দিন আমাকে লক্ষ্য করে এ ভাবে শিস দেয়নি। তাই প্যারিসের অভিজ্ঞতাটা আমার কাছে একেবারেই নতুন ছিল। 

বার্সেলোনায় মেসি যতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল পিএসজিতে যোগ দেওয়ার আগে ফ্রান্সের ক্লাবটি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে মেসিকে স্বাগত জানিয়েছিল। ফুটবলের ক্ষুদে যাদুকরকে বরণ করার অনুষ্ঠানটি ছিল বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মত। তবে বার্সেলোনাতে সমর্থকদের কাছে মেসি যে ভালোবাসা ও শ্রদ্ধা গত ২২ বছরে পেয়েছেন প্যারিসের ক্লাবটির সমর্থকরা সেটা দিতে যেন মেসিকে শিরোপা জয়ের শর্তই দিয়েছেন। যে রকম ধরা বাঁধা শর্ত দিয়ে বিশ্বে কোন ফুটবলারকে ব্যঙ্গ করার উদাহরণ খুজে পাওয়া কঠিন। 

মেসি পিএসজিতে যোগদানের ২০২১-২০২২ মৌসুমে ক্লাবটি ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপা এবং ‘কাপ দ্য ফ্রাঁন্স’ জিতলেও জিততে পারেনি তাদের প্রার্থনার চ্যাম্পিয়নস লিগ শিরোপা। শেষ মৌসুমেও করিম বেনজেমার নাটকীয় এক হ্যাটট্রিকের কাছে হেরে রাউন্ড অব-১৬ থেকেই দলটিকে বিদায় নিতে হয়। ইউরোপের ক্লাব সেরা হওয়ার প্রতিযোগীতায় বাদ পরার পরও সমর্থকদের কাছ থেকে পাওয়া নোংরা আচরণ নিয়েই প্রশ্ন তুলেছেন মেসি। যেটা ইউরোপের ক্লাব ফুটবলে অনেকটাই অপ্রত্যাশিত।

নিজের সেই অভিজ্ঞতা সর্ম্পকে আর্জেন্টাইন তারকা বলেন, সমর্থকদের রাগ হওয়াটা স্বাভাবিক। ওদের প্রত্যাশা পূরণ হয়নি। কিন্তু কেন আমাকে এবং নেইমারকেই শুধু আক্রমণের শিকার হতে হবে? রিয়ালের কাছে হার আমাদের মৃতপ্রায় করে দিয়েছিল। পুরো ড্রেসিংরুমের অবস্থাই ভয়ানক ছিল। আমরা মনেপ্রাণে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চেয়েছিলাম। কিন্তু লক্ষ্যপূরণ হয়নি।