ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইউক্রেনে উন্নত রকেট সিস্টেম পাঠানোর ঘোষণা বাইডেনের


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০১ জুন, ২০২২, ০৫:০৬ পিএম

ইউক্রেনে উন্নত রকেট সিস্টেম পাঠানোর ঘোষণা বাইডেনের

ইউক্রেনে উন্নত রকেট সিস্টেম পাঠানোর ঘোষণা বাইডেনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিউ ইয়র্ক টাইমস-এ লিখেছেন, ‘আমরা ইউক্রেনের কাছে আরো উন্নত রকেট সিস্টেম এবং যুদ্ধাস্ত্র সরবরাহ করবো। এতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ান মূল লক্ষ্যবস্তুগুলোতে কিয়েভ বাহিনী আরো সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম হবে।’ 

বাইডেন বলেন, ইউক্রেনে মার্কিন লক্ষ্য হল ‘একটি গণতান্ত্রিক, স্বাধীন, সার্বভৌম এবং সমৃদ্ধ ইউক্রেনকে আরও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ ও রক্ষা করার উপায় সহ দেখা। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি রাশিয়াকে জড়িত করতে চাইছে না। তিনি বলেন, আমরা ন্যাটো এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চাই না। এই সংঘাতে পারমাণবিক অস্ত্রের যে কোনও ব্যবহার বিশ্বের কাছে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং মারাত্মক পরিণতি হবে। 

যুক্তরাষ্ট্র ইউক্রেনে হিমার্স অর্থাৎ হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম পাঠাচ্ছে যা দেশটিতে বর্তমানে মোতায়েন অস্ত্রের চেয়ে দীর্ঘ পাল্লার। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার আর্টিলারি হামলা মোকাবেলায় এধরনের মাল্টিপল রকেট লঞ্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এসব অস্ত্র ইউক্রেনে রুশ আগ্রাসন মোকাবেলায় কেবল ব্যবহার করা যাবে, রাশিয়ার ভূখন্ডে ব্যবহার করা যাবে না।

এ শর্তে রাজি হয়েছে ইউক্রেন। হিমার্স ৭০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজের মূল অস্ত্র। এছাড়া থাকছে বিমান নজরদারি রাডার, স্বল্প-পাল্লার জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক রকেটসহ আরো আর্টিলারি গোলাবারুদ, হেলিকপ্টার, যানবাহন ও খুচরা যন্ত্রাংশ। হিমার্স রকেটের পাল্লা ১৮৬ মাইল (৩০০ কিলোমিটার) তবে রাশিয়ার ভূখন্ডের ভেতরে হামলায় ব্যবহার না করার জন্য ইউক্রেনে পাঠানো হিমার্স ভার্সনের পাল্লা রাখা হয়েছে ৫০ মাইল (৮০ কিলোমিটার), ইউক্রেনের বর্তমান রকেট সক্ষমতার চেয়ে এটি উন্নত ও অধিক কার্যকর।