ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

অভিনেতা বিজয়ের মেয়ের রহস্যজনক মৃত্যু


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৯ পিএম

অভিনেতা বিজয়ের মেয়ের রহস্যজনক মৃত্যু

অভিনেতা বিজয়ের মেয়ের রহস্যজনক মৃত্যু

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ভারতের চেন্নাইয়ে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তামিল অভিনেতা বিজয় অ্যান্টনির ১৬ বছর বয়সী মেয়ে মিরার ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। মিরার মৃত্যুর খবরটি সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) জানিয়েছেন ফিল্ম ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালান।

মীরার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে চিকিৎসকদের ধারনা, বেশ কয়েকদিন ধরেই নাকি অবসাদে ভুগছিল মীরা। এরইমধ্যে মীরার মৃত্যুর তদন্ত শুরু করছে চেন্নাই পুলিশ। গণমাধ্যমে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধারণা করা হচ্ছে মানসিক চাপের কারণে মিরা আত্মহত্যা করেছে। বিষন্নতা কাটানোর জন্য তার চিকিৎসাও করানো হচ্ছিল। এই বিষয়ে মিরার স্কুলের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করা হবে। 

শিগগিরই বিজয়ের ‘রথম’ ছবিটি মুক্তি পাওয়ার কথা। এর মাঝেই ঘটল এই অঘটন। দিন কয়েক আগেই স্কুলে একটি পুরস্কার পেয়েছেন মীরা। সেসময় অভিনেতার স্ত্রী ফাতিমা মেয়েকে নিয়ে একটি পোস্টও দেন। যা এখন ভাইরাল সমাজমাধ্যমে। সেখানে মেয়ে মীরাকেই ফাতিমা তার শক্তির উৎস বলেন। বিজয়-ফাতিমার আরো একটি মেয়ে আছে। তার নাম লারা অ্যান্টনি।

উল্লেখ্য, চলতি বছরে থুতনি এবং চোয়ালের সার্জারির কারণে খবরের শিরোনামে উঠে এসেছিলেন বিজয়। শুটিংয়ের সময় আহত হয়েছিলেন এই অভিনেতা ও সঙ্গীত পরিচালক।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি