ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

শিঘ্রই আব্রামস ট্যাংক পাচ্ছে ইউক্রেন-পেন্টাগন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম

শিঘ্রই আব্রামস ট্যাংক পাচ্ছে ইউক্রেন-পেন্টাগন

শিঘ্রই আব্রামস ট্যাংক পাচ্ছে ইউক্রেন-পেন্টাগন

৭০ টন ওজনের এধরনের ট্যাঙ্ক যুক্তরাষ্ট্রের তৈরি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন আব্রামস ট্যাংকের প্রথম চালান খুব শীগ্রই ইউক্রেনে পৌঁছাবে। একটি সামরিক সূত্র জানিয়েছে দিন কয়েকের মধ্যেই এ ট্যাংকের চালান ইউক্রেনে যাচ্ছে। 

জার্মানিতে ইউক্রেন থেকে আসা প্রতিরক্ষা প্রতিনিধি দলের কাছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, প্রতিশ্রুত এম ওয়ান আব্রামস ট্যাংক ইউক্রেন পেতে যাচ্ছে এমন ঘোষণা দিতে পেরে আমি খুশি। 

মার্কিন নির্মিত এ ট্যাঙ্কগুলি ইউরেনিয়াম শেল ও বিষাক্ত গোলাবারুদ ব্যবহার করে বল জাতিসংঘ বরাবরই এর নিন্দা জানিয়ে আসছে। 

কিয়েভ গত বছর থেকে এই ফ্ল্যাগশিপ আমেরিকান ট্যাঙ্কগুলির জন্য অনুরোধ করেছে, কিন্তু ওয়াশিংটন তাদের হস্তান্তর করতে দ্বিধা করেছে। জানুয়ারিতে, পেন্টাগনের কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে বলেছিলেন যে আব্রামস ট্যাঙ্কগুলি খুব বেশি জ্বালানী খরচ করে এবং ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষে এসব ট্যাংক কার্যকরভাবে ব্যবহার খুব কঠিন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি