ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইসরায়েলি সেনাদের গুলিতে পশ্চিম তীরে ৩ ও গাজায় ১ নিহত, আহত ৪১


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম

ইসরায়েলি সেনাদের গুলিতে পশ্চিম তীরে ৩ ও গাজায় ১ নিহত, আহত ৪১

ইসরায়েলি সেনাদের গুলিতে পশ্চিম তীরে ৩ ও গাজায় ১ নিহত, আহত ৪১

ইসরায়েলি বাহিনী অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে মঙ্গলবার জেনিন উদ্বাস্তু শিবিরে অভিযান চালিয়ে  হত্যাকান্ড ঘটায়। এ সময় ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও ৩০ জন। ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত জেনিনে ২২, ২৩ ও ২৪ বছর বয়সী তিন যুবকের পরিচয় জানা যায়নি। জেনিনে নিহতদের পরিচয় জানা যায়নি।

অবরুদ্ধ গাজা ছিটমহলের খান ইউনিসের পূর্বে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করে এক ফিলিস্তিনী যুবককে। তার নাম ইউসুফ সালেম রাদওয়ান (২৫)। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ঘাড়ে গুলিবিদ্ধ রাদওয়ানকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। সেখানে ইসরায়েলি সেনাদের হামলায় আরও ১১ জন আহত হয়েছেন। ফিলিস্তিনী স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিস্তিনী গণমাধ্যম এ খবর জানায়।

ফিলিস্তিনি প্রেসিডেন্সির মুখপাত্র নাবিল আবু রুদেইন বলেছেন, গাজা, জেনিন এবং অন্যান্য ফিলিস্তিনি শহরগুলোতে আমাদের জনগণের বিরুদ্ধে চলমান ইসরায়েলি আগ্রাসন সমগ্র অঞ্চলে সহিংসতা এবং উত্তেজনা ছড়াচ্ছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি