ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

শিখ নেতা হত্যায় ভারতের যোগসূত্র, ঘনিষ্ঠভাবে কাজ করেছে কানাডা-যুক্তরাষ্ট্র


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৯ পিএম

শিখ নেতা হত্যায় ভারতের যোগসূত্র, ঘনিষ্ঠভাবে কাজ করেছে কানাডা-যুক্তরাষ্ট্র

শিখ নেতা হত্যায় ভারতের যোগসূত্র, ঘনিষ্ঠভাবে কাজ করেছে কানাডা-যুক্তরাষ্ট্র

গত মঙ্গলবার কানাডা সরকারের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য জানিয়েছে। হরদীপ কানাডায় বসবাসকারী শিখ নেতা ছিলেন। গত জুনে তিনি কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় আততায়ীর গুলিতে নিহত হন। ১৯৭৭ সালে ভারতের পাঞ্জাব থেকে কানাডায় গিয়েছিলেন হরদীপ। 

পাঞ্জাবের শিখদের স্বাধীন রাষ্ট্র খালিস্তান প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার ছিলেন হরদীপ। ভারতের অভিযোগ, হরদীপ সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন খালিস্তানি টাইগার ফোর্স ও ভারতে নিষিদ্ধ শিখস ফর জাস্টিসের কানাডা শাখার নেতা ছিলেন। ভারতের চোখে তিনি সন্ত্রাসী ও ফেরার ছিলেন। তাকে দেশে ফেরত আনতে আগ্রহী ছিল ভারত। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি