এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ এএম
ফিলিস্তিনিদের আবাসস্থলকে 'সামরিক ঘাঁটিতে' পরিণত করেছে ইসরায়েলি দখলদার বাহিনী
ইসরায়েলি হানাদার বাহিনী জেনিনের কাছে জালবুন গ্রামে ফিলিস্তিনিদের একটি বাড়িকে 'সামরিক ঘাঁটি'তে পরিণত করেছে।
মিডলইস্ট মনিটরের খবরে বলা হয়, সোমবার হানাদার বাহিনীর সদস্যরা জালবুনে ঢুকে ইমাদ ফাহমি আবু আল-রুবের বাড়িতে হানা দেয়। তারা এর ছাদকে একটি পর্যবেক্ষণ পয়েন্টে পরিণত করে এবং ইসরায়েলি পতাকা উত্তোলন করে। ওয়াফা আরো জানায়, ইসরায়েলি হানাদার বাহিনী বাড়িটি ভাংচুর করে।
গ্রাম পরিষদের প্রধান ইব্রাহিম আবু আল-রুব বলেন, দখলদার বাহিনী তিনতলা আবাসিক ভবনের মালিকের হাতে বাড়ির ছাদ দখলের সিদ্ধান্তের বিস্তারিত উল্লেখ করে একটি নোটিশ দেয়। তিনি বলেছিলেন যে, তারা তাঁবু স্থাপন করে এটাকে সামরিক ঘাঁটিতে পরিণত করবে বলে ইঙ্গিত করেনি।
উল্লেখ্য, ইসরায়েলি হানাদার বাহিনী ওই গ্রামে ঢুকে স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে গ্যাসবোমা নিক্ষেপ করলে বেশ কয়েকজন ফিলিস্তিনি কাঁদানে গ্যাসে আক্রান্ত হন।