ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪ | ২৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ইভিএম’র বিকল্প নেই: মিজানুর রহমান মিজু


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০১ জুন, ২০২২, ০৬:০৬ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ইভিএম’র বিকল্প নেই: মিজানুর রহমান মিজু

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ৩০০ আসনেই ইভিএম মেশিনে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।

গতকাল বিকাল ৫ টায় চট্টগ্রাম প্রেসক্লাব-এর সামনে দ্রব্যমূল্য বৃদ্ধি ও সাংবিধানিক অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

মিজানুর রহমান মিজু বলেন, সরকার বিরোধী একটি ব্যবসায়ী সিন্ডিকেট সরকারকে বেকাদায় ফেলতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের এ চক্রান্তকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে। করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে সারাবিশ্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। ভোজ্যতেল সহ বিভিন্ন দ্রব্যের দাম কমাতে সরকারি পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। কেউ যাতে অবৈধভাবে দাম বৃদ্ধি করতে না পারে সে জন্য নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জানাচ্ছি। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল না বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, আগামী নির্বাচনে কোন দল আসলো, কোন দল আসলো না তা গুরুত্বপূর্ণ নয়। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সবচেয়ে জরুরি। আর ইভিএমই পারে নির্বাচন সুষ্ঠু করতে। এসময় তিনি পদ্মা সেতু নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

জাতীয় স্বাধীনতা পার্টির চট্টগ্রাম মহানগর শাখায় কতৃক আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন-বাবু সুজিত সরকার (সভাপতি, চট্টগ্রাম মহানগর)। বক্তব্য রাখেন- বাবু রতন কৃষ্ণ ধর (সহ-সভাপতি, জাতীয় স্বাধীনতা পার্টি) প্রধান আলোচক ছিলেন-বাবু দীপক কুমার পালিত (সিনিয়র যুগ্ম মহাসচিব, জাতীয় স্বাধীনতা পার্টি), প্রকৌশলী সুভাষ গুহ-(সভাপতি চট্টগ্রাম বিভাগ, জাতীয় স্বাধীনতা পার্টি)। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।