এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ জুন, ২০২২, ১২:০৬ পিএম
২টি প্রশ্নের জবাব জরুরি: ৪ পশ্চিমা দেশকে রাশিয়া
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা- আইএইএ’র নির্বাহী বোর্ডের আসন্ন সভায় চার পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব তুলতে যাচ্ছে তাকে ধ্বংসাত্মক বলে মন্তব্য করেছে রাশিয়া। মস্কো বলেছে, এই প্রস্তাব পাস হলে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বাধাগ্রস্ত হবে এবং আইএইএ’র সঙ্গ ইরানের পেশাদার সম্পর্ক নষ্ট হবে।
ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ও পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ বুধবার রাতে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন। তিনি বলেন, আইএইএ’র নির্বাহী বোর্ডের সভায় ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব উত্থাপিত হবে বলে শোনা যাচ্ছে। তিনি বলেন, এখানে দু’টি প্রশ্ন আছে। এ ধরনের প্রস্তাব আইএইএ’র সঙ্গে ইরানের পেশাদার সম্পর্ক রক্ষায় সহায়তা করবে কি? দ্বিতীয়ত, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনে এই প্রস্তাব কোনো ভূমিকা রাখতে পারবে কি?
ইরানের তিনটি অঘোষিত স্থাপনায় ইউরেনিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে বলে আইএইএ’র মহাপরিচালক এক প্রতিবেদনে যে দাবি করেছেন সে ব্যাপারে ওই সংস্থার পক্ষ থেকে তেহরানকে ভর্ৎসনা করার আহ্বান জানিয়ে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ একটি প্রস্তাবের খসড়া তৈরি করেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এটি বলেছে, আইএইএ’র নির্বাহী বোর্ডের আসন্ন সভায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি খসড়াটি উত্থাপন করবে এবং এটিকে প্রস্তাব আকারে পাস করার চেষ্টা করবে।
ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ যখন বন্ধ রয়েছে এবং ইরান যখন আমেরিকার একগুঁয়েমিকে ওই সংলাপ পুনরায় চালুর পথে অন্তরায় বলে ঘোষণা করেছে তখন আইএইএ’তে ইরান বিরোধী প্রস্তাব উত্থাপনের গুঞ্জন শোনা যাচ্ছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে