ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

কিয়েভসহ ইউক্রেনজুড়ে ব্যাপক বিমান হামলা রাশিয়ার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম

কিয়েভসহ ইউক্রেনজুড়ে ব্যাপক বিমান হামলা রাশিয়ার

কিয়েভসহ ইউক্রেনজুড়ে ব্যাপক বিমান হামলা রাশিয়ার

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে চালানো এই হামলায় ১৮ জন আহত হয়েছেন। সিএনএনের প্রতিবেদনে খেরসনে ২ জনের মৃত্যুর ঘটনা উল্লেখ করা হয়েছে। আহতের ঘটনা ঘটেছে রাজধানী কিয়েভ ও খারকিভে। ইউক্রেন বলেছে, রুশ ক্ষেপনাস্ত্রের ৪৩টির মধ্যে ৩৬টি ভূপাতিত করা হয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার কিয়েভ এবং অন্যান্য ইউক্রেনীয় শহরগুলোতে রাশিয়া ব্যাপক বিমান হামলা চালিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। হামলায় সারাদেশে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমান হামলার সতর্কতার পর কিয়েভ এবং আশপাশের অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানী কিয়েভের বিভিন্ন স্থানে উদ্ধারকারী দল পাঠানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, ‘এটি অস্থির সকাল। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আঞ্চলিক কর্মকর্তারা চেরকাসি, খারকিভ, খমেলনিটস্কি, রিভনে, ভিন্নিতসিয়া, লভিভ এবং ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলে বিস্ফোরণের কথা জানিয়েছেন। লভিভের আঞ্চলিক গভর্নর ম্যাকসিম কোজিটস্কি বলেছেন, তিনটি রুশ ক্ষেপণাস্ত্র পোলিশ সীমান্ত থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পশ্চিমাঞ্চলীয় দ্রোহোবিচ শহরে আঘাত হেনেছে। 

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রাশিয়ার এই হামলায় কিয়েভে ৯ বছর বয়সী এক মেয়েসহ সাতজন আহত হয়েছেন। মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে একটি অবকাঠামো ও বেশ কয়েকটি অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে সেখানে আগুনও লেগে যায়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি