ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

নতুন তিন সিনেমায় সুষমা সরকার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ পিএম

নতুন তিন সিনেমায় সুষমা সরকার

নতুন তিন সিনেমায় সুষমা সরকার

বিশ বছরেরও বেশি সময় ধরে মঞ্চ ও টেলিভিশনে নিয়মিত অভিনয় করছেন সুষমা সরকার। পাশাপাশি কিছু চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। সম্প্রতি নতুন ৩ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বর্তমানে গাইবান্ধায় অবস্থান করছেন সুষমা। জানা গেছে, সেখানে ‘ভোর’ নামের মুক্তিযুদ্ধভিত্তিক একটি সিনেমার শুটিং এ অংশ নিচ্ছেন তিনি। সরকারি অনুদানে তৈরি হচ্ছে সিনেমাটি। আমিনুর রহমান খান পরিচালিত এই সিনেমার শুটিং চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। 

এ প্রসঙ্গে সুষমা সরকার আমাদের সময় ডট কমকে বলেন, ‘নতুন তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এই তিন সিনেমায় তিন রকম চরিত্রে দেখা যাবে আমাকে। এখন গাইবান্ধায় ‘ভোর’ সিনেমার শুটিং করছি। বেশ ভালো একটি গল্প, আবেগের গল্প ভোর। এছাড়া, হাসান আজিজুল হক স্যারের প্রবন্ধ অবলম্বনে যে সিনেমা করছি, এটা আসলেই অন্যরকম। এরকম একজন বিখ্যাত লেখকের লেখা নিয়ে কাজ করাটাও ভীষণ আনন্দের।'

হাসান আজিজুল হকের প্রবন্ধ অবলম্বনে নির্মিতব্য সিনেমাটির নাম ‘একাত্তর করতলে ছিন্নমাথা’। এটিও মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা। সরকারি অনুদানে নির্মিত এই চলচ্চিত্রের ফার্স্ট লটের শুটিং শেষ হয়েছে ইতোমধ্যেই। রফিকুল আনোয়ার রাসেল পরিচালিত এ সিনেমায় সুষমা অভিনয় করেছেন জাহান চরিত্রে। তার এই চরিত্রের মধ্য দিয়ে ১৯৭১ সালে একটি মেয়ের জীবনযাত্রা কেমন ছিল, তা দেখানো হবে।

এছাড়া রায়হান খান পরিচালিত ‘পায়েল’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সুষমা। তা ছাড়া ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ছায়া’ সিনেমার শুটিং ও ডাবিং শেষ করেছেন কয়েক মাস আগে। সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। অন্যদিকে, নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ সিনেমাটিও রয়েছে মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি