ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

নকলের অভিযোগে মুখ খুললেন জওয়ান নির্মাতা


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম

নকলের অভিযোগে মুখ খুললেন জওয়ান নির্মাতা

নকলের অভিযোগে মুখ খুললেন জওয়ান নির্মাতা

মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে বলিউড অভিনেতা শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’। গত ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় অ্যাটলি পরিচালিত এ সিনেমা। এ ছবিতে বেশ কিছু লুকে দেখা গেছে শাহরুখকে। কখনো ন্যাড়া মাথা, কখনো আবার ব্যান্ডেজ জড়ানো রূপে ধরা দিয়েছেন তিনি।

তবে সেই সব লুকের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে শাহরুখের মাস্ক পরা চেহারা। ‘জওয়ান’ সিনেমার এই লুক প্রকাশ্যে আসার পর থেকেই এটি নকলের অভিযোগ ওঠে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে। শোনা যায়, হলিউডের জনপ্রিয় একটি ছবি থেকে হুবহু নকল করেছেন ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি। এবার মুক্তির দুই সপ্তাহ পরে সেই অভিযোগের জবাব দিলেন নির্মাতা। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যাটলি বলেন, ‘আমি আমার সিনেমাতে একজন অভিনেতার মুখ ঢাকতে চেয়েছি, যাতে পরের দিকে তার লুক প্রকাশ্যে আনতে পারি। সেক্ষেত্রে কেমন ধরনের মাস্ক আমি ব্যবহার করব? আমি এক রকমের নয়, একাধিক রকমের মাস্ক ব্যবহার করেছি। কারণ আমার সিনেমাটাই আদতে মাস্ক নিয়ে। সিনেমাতে একের পর এক ঘটনার মাধ্যমে ওই চরিত্রের পরিচয় সামনে আসে। আমার প্রোডাকশন ডিজাইনার তেমনভাবেই সব মাস্ক ডিজাইন করেছেন। এদের মধ্যে কোনো একটা নকশা দেখে যদি কারও বেনের (ব্রুস বেন) কথা মনে পড়ে, তাতে আমার কোনো আপত্তি নেই। এটা একটা ভালো তুলনা।’ 

শুধু মাস্ক নয়, ‘জওয়ান’র একাধিক অ্যাকশন দৃশ্যের মৌলিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তার উত্তর দিতে গিয়ে অ্যাটলি বলেন, ‘শাহরুখ ও দীপিকার অ্যাকশন দৃশ্য নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। আমার নিজের একটা ছবি আছে ‘মেরসল’, তাতেও কুস্তির দৃশ্য ছিল। ‘জওয়ান’-এও রয়েছে। তাতে কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না, দুটোই তো আমারই ছবি।’

অ্যাটলির কথায়, ‘লোকজন বহু দিন ধরে আমার সমালোচনা করে এসেছেন। আমাকে আদালতে পর্যন্ত যেতে হয়েছে। কিন্তু আমি সততার ওপর ভর করে লড়েই জিতেছি।’ সম্পাদনা: তারিক আল বান্না