এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম
বুলডোজার নিয়ে শ্বশুরবাড়ি এলাকায় রাখি সাওয়ান্ত!
বলিউডের আলোচিত নাম রাখি সাওয়ান্ত। কিছুদিন পরপরই বিতর্কিত কাজ কিংবা বিভিন্ন মন্তব্য করে চর্চায় আসাটা যেন তার রুটিনে পরিণত হয়েছে। নিজেকে খবরের শিরোনামে রাখতে সিদ্ধহস্ত রাখি। এবার ফের আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সেখানে দেখা গেছে, রাখি একটি বুলডোজারে চড়ে হাজির হয়েছেন তার শ্বশুরবাড়ি এলাকায়। বুলডোজারের ওপর দাঁড়িয়ে থাকা রাখির পরনে রয়েছে সাদা কুর্তা। পাশে রয়েছে এক পুরুষ বন্ধু। কিন্তু কী কারণে তিনি বুলডোজোর নিয়ে শ্বশুরবাড়ি এলাকায় গেছেন, তা এখনও অজানা।
যদিও অভিনেত্রীর এই ভিডিও দেখে অনেকে মজা করে বলেছেন, ‘জঞ্জাল পরিষ্কার করাই তো বুলডোজারের কাজ। তিনি সেটাই করছেন।’ কেউ কেউ আবার ‘ডাইনি’ বলেছেন। কেউ আবার বলছেন, ‘স্বামীর বাড়ি ধ্বংস করতেই রাখির এই বুলডোজার যাত্রা’।
২০২২ সালে মুসলিম রিতি মেনে ব্যবসায়ী আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যে স্বামীর সঙ্গে মনোমালিন্য শুরু হয়। একপর্যায়ে স্বামীর বিরুদ্ধে প্রতারণাসহ একগুচ্ছ অভিযোগ আনেন রাখি। এজন্য আদিলকে জেলেও যেতে হয়েছে।