ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ফের এক কর্মকর্তাকে কামড়ালো বাইডেনের কুকুর


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৯ পিএম

ফের এক কর্মকর্তাকে কামড়ালো বাইডেনের কুকুর

ফের এক কর্মকর্তাকে কামড়ালো বাইডেনের কুকুর

দুই বছর বয়সী এই জার্মান শেফার্ড কুকুরটি স্থানীয় সময় গত সোমবার রাতে ওই সিক্রেট সাভিস এজেন্টকে কামড় দেয়। তাকে সিক্রেট সার্ভিস কমপ্লেক্সের ভেতরেই চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে। 

এই নিয়ে ১১তম বার হোয়াইট হাউস বা বাইডেন পরিবারের বাড়ির কোনও গার্ডকে কুকুর কামড় দিলো। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এর আগে হোয়াইট হাউসে বসবাসের চাপকে কুকুরের এই ধরনের কামড়ের জন্য দায়ী করেছিলেন।

চলতি বছরের জুলাইয়ে তিনি বলেছিলেন, ‘আপনারা সবাই জানেন, হোয়াইট হাউস কমপ্লেক্স অনন্য এবং (এখানে বসবাস) খুব চাপের হতে পারে। আর এটি এমন কিছু যা আমি নিশ্চিত আপনারা সবাই বুঝতে পারবেন।’

বাইডেনের পরিবারে দুটি পোষ্য জার্মান শেফার্ড কুকুর আছে এবং মেজর বড় ও কমান্ডার ছোট। সিক্রেট সার্ভিস এজেন্টকে কামড়ায় কমান্ডার। এর আগে অন্যান্য কামড়ের ঘটনাগুলো অবশ্য ডেলাওয়্যারে প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির বাড়িতে ঘটেছে। 

মেজরও সিক্রেট সার্ভিস এজেন্টদের অসংখ্য কামড়ানোর ঘটনায় জড়িত। এরপর থেকে তাকে হোয়াইট হাউস থেকে সরিয়ে দেওয়া হয় এবং এখন সে বাইডেন পরিবারের বন্ধুদের সঙ্গে বসবাস করছে।

মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, ‘রাত ৮টার দিকে, সিক্রেট সার্ভিসের ইউনিফর্মড ডিভিশনের পুলিশ অফিসার একটি পোষ্য প্রাণীর সংস্পর্শে আসেন এবং সেটি তাকে কামড়ে দেয়।’