এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৯ পিএম
ইসকনের বিরুদ্ধে গরু বিক্রির অভিযোগ করেছে বিজেপি নেত্রী মেনকা গান্ধি
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন কসাইদের কাছে গরু বিক্রি করে দেন বলে অবিযোগ করেছেন বিেেজপির সাবেক মন্ত্রী মেনকা গান্ধি।
তিনি বলেন, ইসকন নিজেদের গোপালন ও গোরক্ষার কথা বলে। তারা বলে দুধই তাদের জীবন। তারা সারাজীবন শুধু দুধ আর কৃষ্ণকৃষ্ণ করে কাটায়। কিন্তু বাস্তবে তারা বিশ্বের সবচেয়ে বড় প্রতারক।
তাদের গোশালায় কোন দুর্বল বা বৃদ্ধ গরু পাবেন না। এমনকি গরুর বাছুর পর্যন্ত নেই। এতেই প্রমাণ করে তারা বৃদ্ধ গরু বিক্রি করে দেয় কসাইদের কাছে। বাছুরগুলোও বিক্রি করে।
তিনি আরো বলেন, গরু রক্ষার নাম করে ইসকন সরকারের কাছ থেকে নানা ধরনের সুবিধা আদায় করে, বিশেষ করে গরুর খামারের জন্য জমি নেয়। আসলে গরু রক্ষা না করে গরু কসাইয়ের কাছে বিক্রি করে।
মেনকা গান্ধির এই বক্তব্যের প্রতিবাদ করেছে, ইসকনের ভারতের পরিচালক ও মুখপাত্র যুধীষ্ঠির গোবিন্দ দাস এক্সে লিখেন শ্রীমতি মেনকা গান্ধির বক্তব্য অপ্রমানিত মিথ্যা। আমরা সারাজীবন গরু লালন পালন করি। ইসকন বিশ্বব্যাপি গরু পালন ও রক্ষায় সমাদৃত সংগঠন।