ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৩, ০৩:১০ পিএম

মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক

মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি ইতোমধ্যেই সেন্সর ছাড়পত্র পেয়েছে। নতুন খবর হচ্ছে, শুক্রবার (২৭ অক্টোবর) মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন।

এ ছাড়া ছবিটির ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, মুক্তি উপলক্ষে রোববার (১ অক্টোবর) প্রকাশ পাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর ট্রেলার। সূত্র: সমকাল

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের ছবি এটি। এর পরিচালক প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদা সাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ করা হয়েছে। এরপর ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ অংশের শুটিং সম্পন্ন হয়। মূলত, সিনেমাটির শেষ কয়েকটি দৃশ্যের চিত্রায়ণ হয় এখানে। তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরসহ ঢাকার বেশকিছু এলাকায় এবং গোপালগঞ্জে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়েছে।

এ ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর প্রমুখ।