ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

ঈদের সিনেমাতে কোটি টাকা নেবেন শাকিব


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৩, ০৩:১০ পিএম

ঈদের সিনেমাতে কোটি টাকা নেবেন শাকিব

ঈদের সিনেমাতে কোটি টাকা নেবেন শাকিব

গত ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত এই ছবিটি দেশ ও দেশের বাইরে ব্যাপক ব্যবসা করে। এমন আকাশচুম্বি সাফল্যের পরই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দেন শাকিব খান। কয়েকদিন আগে পরিচালক বদিউল আলম খোকন অভিনেতার বিরুদ্ধে অনৈতিকভাবে এক কোটি টাকা পারিশ্রমিক দাবির অভিযোগ তুলেছেন। এরপর থেকেই শোনা যায়, শাকিব সিনেমাপ্রতি এখন ১ কোটি টাকা পারিশ্রমিক চাইছেন। 

শাকিব যে পারিশ্রমিক বাড়িয়েছেন, বিষয়টি এবার নিশ্চিত করলেন নির্মাতা অনন্য মামুন। তবে তা বিশেষ একটি শর্ত সাপেক্ষে। শুধু ঈদের সিনেমাতেই ১ কোটি টাকা পারিশ্রমিক নেবেন শাকিব এমনটাই জানিয়েছেন এই নির্মাতা।

পারিশ্রমিকের বিষয়ে অনন্য মামুন বলেন, ‘শাকিব ভাই কোটি টাকা চেয়েছেন শুধু ঈদের সিনেমার জন্য। অন্য সিনেমার সম্মানী কিন্তু কোটি টাকার নয়। তার একটা গোছানো প্ল্যান আছে। ‘প্রিয়তমা’র মতো হিট সিনেমা উপহার দেওয়ার পরে উনি কিন্তু বলেননি বা আরও দশটা সিনেমার ঘোষণাও দেননি। সব সময় নিশ্চুপ। শুধু কাজ নিয়ে প্ল্যান করেন।’

শাকিব খানকে নিয়ে ‘দরদ’ নামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অনন্য মামুন। এ কাজটিতে শাকিবের কাছ থেকে নানাভাবে সহযোগিতা পাচ্ছেন বলে জানান এই নির্মাতা। তার ভাষ্য, ‘দরদ’ নিয়ে আমাকে যে সহযোগিতা করছেন তা হয়তো-বা আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করবে।’

‘দরদ’-এ শাকিব খানের নায়িকা হবেন বলিউডের কোনো অভিনেত্রী। তবে কে হবেন তা এখনো জানানো হয়নি। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে এই সিনেমাটির প্রযোজনায় যুক্ত হয়েছে ভারতের এসকে মুভিজ।