এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৩, ০৩:১০ পিএম
ভারতীয় কূটনীতিকদের জন্য কানাডার পরিবেশ ভীতিকর: জয়শঙ্কর
কানাডা-ভারত উত্তেজনার মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ অভিযোগ করে বলেছেন, কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি নয়া দিল্লিকে হতাশ করেছে। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা থাকায় কূটনীতিকদের হুমকি ও ভীতিপ্রদর্শন, আমি মনে করি এটা গ্রহণযোগ্য নয়। ওয়াশিংটনে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জয়শঙ্কর।
উল্লেখ্য, খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে কানাডায় অবস্থানকারী শিখ বিচ্ছিন্নতাবাদীদের কারণে এ সম্পর্ক আরও জটিল আকার ধারণ করেছে। এ মাসের শুরুতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দেশে শিখ নেতা হরদিপ সিং নিজ্জার হত্যায় ভারত সরকার ও তার গোয়েন্দা সংস্থা সরাসরি জড়িত বলে অভিযোগ করেন। তার এ অভিযোগকে উদ্ভট বলে উড়িয়ে দিয়েছে নয়া দিল্লি।