ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

বাইক থামিয়ে হামলা, তেহট্টে গুলিবিদ্ধ তৃণমূল নেতা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ জুন, ২০২২, ০৩:০৬ পিএম

বাইক থামিয়ে হামলা, তেহট্টে গুলিবিদ্ধ তৃণমূল নেতা

বাইক থামিয়ে হামলা, তেহট্টে গুলিবিদ্ধ তৃণমূল নেতা

নদিয়ার তেহট্টে গুলিবিদ্ধ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি আজিজুল শেখ (Nadia Crime)। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা। অভিযোগ, বাইক থামিয়ে তাঁর ওপর হামলা চালায় তিন দুষ্কৃতী। গুলিবিদ্ধ তৃণমূল নেতা শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত আক্রোশে হামলা, তা খতিয়ে দেখছে তেহট্ট থানার পুলিশ।

নদীয়ার তেহট্ট বিধানসভার কানাইনগর পঞ্চায়েত এলাকার। বিনোদনগর গ্রামের বাসিন্দা আজিজুলের নিজের কাপড়ের দোকান রয়েছে শ্রীরামপুর বাজারে। স্থানীয়রা বলছেন, দোকান বন্ধ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা। রাস্তায় তাঁর বাইক থামিয়ে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। রক্তাক্ত লুটিয়ে পড়েন আজিজুল। তিনি প্রাণে বেঁচে গেলেও মোটরবাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁর কানে গুলি লেগেছে বলে জানা গেছে।

স্থানীয় বাসন্দারা আজিজুল শেখকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতের বৌমা রুবিয়া বলেছেন, তাঁর শ্বশুর জানেন কারা গুলি ছুড়েছে। আততায়ীরা তৃণমূলের কর্মী বলে অভিযোগ করেছেন তিনি।।দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে