এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৩, ০৩:১০ এএম
যুক্তরাজ্যের একটি খাদ্য বর্জ্য রিসাইক্লিং প্লান্টে সোমবার বজ্রপাতের ঘটনা ঘটেছে। অক্সফোর্ড শহরের উত্তরে ইয়ারনটনের কাছে ক্যাসিংটন অ্যানারোবিক ডাইজেশন বা এডি ফ্যাসিলিটি চালানো সেভারন ট্রেন্ট গ্রিন পাওয়ার জানিয়েছে, এই ধর্মঘটের ফলে আমাদের বায়োগ্যাস ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে।
সংস্থার তরফে জানানো হয়েছে, "ধন্যবাদ, কেউ আহত হননি। আমরা জরুরি পরিষেবার সঙ্গে কাজ করছি যাতে সাইটটি নিরাপদ থাকে। যাতে আমরা যত দ্রুত সম্ভব ক্ষয়ক্ষতির হিসেব করতে পারি।".
ক্যাসিংটন এডি প্ল্যান্ট বাণিজ্যিক খাদ্য বর্জ্য পরিচালনা করে, প্রতি বছর ৫০ হাজার টনেরও বেশি কঠিন এবং তরল বর্জ্য প্রক্রিয়াকরণ করে। এতে ২-১ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের পাশাপাশি বায়ো ফার্টিলাইজার উত্পাদন করা হয় বলে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি রয়েছে প্রতিষ্ঠানটির।
থেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাছের এ40 প্রধান সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে এবং জানালা-দরজা বন্ধ করে দিতে বলা হয়েছে। বিবিসির স্থানীয় রেডিও জানিয়েছে, স্থানীয় কিছু বাসিন্দা বিদ্যুত্ বিভ্রাটের কথা জানিয়েছেন।