ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

সিরিয়ার শরণার্থী সংকটের সমাধান নিয়ে গবেষণা চলছে: জানালেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৩, ০৩:১০ এএম

সিরিয়ার শরণার্থী সংকটের সমাধান নিয়ে গবেষণা চলছে: জানালেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বউ হাবিব সোমবার বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ শরণার্থীদের নিরাপদে নিজ দেশে ফেরা প্রত্যাখ্যান করায় তার মন্ত্রণালয় লেবাননে সিরিয়ার বাস্তুচ্যুত সংকটের সমাধান নিয়ে গবেষণা করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষায়িত দল রয়েছে, যারা প্রস্তাব তৈরি করবে, যা আমরা দামেস্কের পরবর্তী সফরে আলোচনা করব এবং আমরা সিরিয়ার প্রস্তাব শুনব,স্থানীয় পত্রিকা আল-জৌমহুরিয়া বউ হাবিবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

বউ হাবীব বলেন, জাতিসংঘ সিরিয়ার পরিস্থিতিকে অনিরাপদ মনে করে। লেবানন ও অন্যান্য শরণার্থী-আশ্রয়ী দেশগুলোতে শরণার্থীদের জন্য অর্থ প্রদান করে। এদিকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে আন্তর্জাতিক কোনো সিদ্ধান্ত নেই।

লেবাননে মাথাপিছু শরণার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, আনুমানিক 15-20 লাখ সিরীয় শরণার্থী সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

লেবাননের আভ্যন্তরীণ নিরাপত্তা ও অর্থনৈতিক পরিস্থিতি লেবাননে তাদের অবস্থান আর সহ্য করতে না পারার কারণে লেবাননের কর্মকর্তারা সিরিয়ার শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর ওপর জোর দিচ্ছেন।