ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Logo
logo

মদকাণ্ডে বহিস্কৃত ৫ ফুটবলারকে বিশ্বকাপ বাছাইয়ে নেওয়া হবে না: সালাউদ্দিন 


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৩, ১১:১০ এএম

মদকাণ্ডে বহিস্কৃত ৫ ফুটবলারকে বিশ্বকাপ বাছাইয়ে নেওয়া হবে না: সালাউদ্দিন 

মদকাণ্ডে বহিস্কৃত ৫ ফুটবলারকে বিশ্বকাপ বাছাইয়ে নেওয়া হবে না: সালাউদ্দিন 

এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তরফেও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে অভিযুক্ত ওই পাঁচ ফুটবলারের বিরুদ্ধে। তারা হলেন- তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেন। এই পাঁচ ফুটবলার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে থাকবে না বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ক্লাব বসুন্ধরা কিংস এই পাঁচ ফুটবলারকে সাময়িক বহিষ্কার করেছে। 

বুধবার মতিঝিলের বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নিয়মিত সভা। সেখানে অনির্ধারিতভাবেই আলোচনায় ওঠে ৫ ফুটবলারের মদ নিয়ে আসার প্রসঙ্গ।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাজী সালাহউদ্দিন জানান, আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও থাকছেন না তারা। তিনি বলেন, ভাবতেও পারছি না যে তারা এমন কাণ্ড করতে পারে। আমি মনে করি, তাদের জাতীয় দলে নেওয়া উচিত নয়। কোচের সঙ্গেও কথা হয়েছে। তিনিও সম্ভবত দলে নিচ্ছেন না এই ৫ ফুটবলারকে।

উল্লেখ্য, এএফসি কাপ ফুটবলে গ্রুপ পর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে মালদ্বীপে গিয়েছিল বসুন্ধরা কিংস। গত ১৯ সেপ্টেম্বর মালদ্বীপের মালেতে মাজিয়া স্পোর্টস ক্লাবের বিপক্ষে খেলে ৩-১ গোলে হেরেছিল বসুন্ধরা কিংস। ঢাকায় ফিরে বিমানবন্দরে কাস্টমসের হাতে ধরা পড়েন পাঁচ ফুটবলার। তাদের ব্যাগ থেকে বের করে আনা হয় মদের বোতল। কাস্টমস বিভাগ ফুটবলারদের ব্যাগ থেকে ৬৪ বোতল মদ জব্দ করে।