ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

জিমে ব্যস্ত আট মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৩, ১১:১০ এএম

জিমে ব্যস্ত আট মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী

জিমে ব্যস্ত আট মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী

কয়েকদিন আগেই দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। গেল সপ্তাহেই ছিমছামভাবে সম্পন্ন হয়েছে তার সাধের অনুষ্ঠান। সবকিছুর মাঝেও নিজের শরীরের প্রতি নজর দিতে ভোলেননি এই অভিনেত্রী। তাই নিয়মিতই জিমে যাচ্ছেন। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে জিমের এক্সারসাইজের ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী। সেই ভিডিও দেখে নেটিজেনরা যেমন প্রশংসা করছেন, আবার একাংশ তাকে কটাক্ষ করতেও ছাড়েননি। শুভশ্রীকে কেউ কেউ লিখেছেন, ‘এই অবস্থায় জিম করে কি আপনি ঠিক করছেন?’ অনেকে আবার লেখেন, ‘অন্যকে নকল করা ঠিক নয়।’ তবে এসবের কোনো উত্তর দেননি নায়িকা। ইনস্টাগ্রাম

২০২০ সালের ১২ সেপ্টেম্বর শুভশ্রী-রাজ চক্রবর্তীর প্রথম সন্তান যুবানের জন্ম হয়। তারপর থেকেই তারা ছেলের নানা মুহূর্তের ছবি ও ভিডিও নিয়মিত শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তেমনি দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়ে যুবানের উচ্ছ্বাসে ফেটে পড়ার একটি ছবি পোস্ট করেছিলেন রাজ ও শুভশ্রী। ক্যাপশনে লিখেছিলেন, ‘বড় দাদা হিসেবে যুবানের প্রমোশন হয়ে গেল।’

উল্লেখ্য, শুভশ্রী ও রাজ দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন। একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।