ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

বেটিংয়ের প্রচারণা, রণবীরকে ইডির তলব


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৩, ১১:১০ এএম

বেটিংয়ের প্রচারণা, রণবীরকে ইডির তলব

বেটিংয়ের প্রচারণা, রণবীরকে ইডির তলব

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেআইনি বেটিং প্ল্যাটফর্ম মহাদেব অনলাইনের হয়ে প্রচারে নামার মামলায় ৬ অক্টোবর ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জিজ্ঞাসাবাদ করবে । ওই প্রচারণার জন্য পারিশ্রমিক হিসাবে মোটা অঙ্কের অর্থও নিয়েছেন আলিয়া ভাটের স্বামী। শুধু রণবীর নন, এই দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় সংস্থা ইডির নজরে রয়েছেন একগুচ্ছ বলিউড অভিনেতা ও সঙ্গীতশিল্পীরা। আর্থিক কেলেঙ্কারির তদন্তে নেমে একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। 

জানা গেছে, চলতি বছরেই সংযুক্ত আরব আমিরশাহিতে বিয়ে করেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপের কর্ণধার সৌরভ চন্দ্রকর। গত ফেব্রুয়ারি মাসে সেই বিলাসবহুল বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন একাধিক তারকা। ওই সময় এই অ্যাপের সাক্সেস পার্টিও আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতে ঠিক কী আর্থিক লেনদেন হয়েছিল, সেই দিকটাও খতিয়ে দেখতে চায় ইডি।


অনলাইন গেমিংকাণ্ডে গড়াপেটা সম্পর্কে রণবীর কতটা ওয়াকিবহাল? শুধুই কি অ্যাপের প্রচার সেরেছেন তিনি, নাকি শিকড় আরও গভীরে? সে বিষয়েও তথ্য অনুসন্ধানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আনুমানিক ৫ হাজার কোটি রুপির এই আর্থিক দুর্নীতির মামলার মূল কেন্দ্র সংযুক্ত আরব আমিরশাহি। সেখানেই মহাদেব অনলাইন বুকিং অ্যাপের হেডকোয়াটার। টাকা পাচারের জন্য বস্তিবাসীদের টাকার টোপ দিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কন্ট্রোল ওই অ্যাপের এজেন্টরা নিয়ে নিতেন, তদন্তে নেমে জানতে পেরেছে ইডি।

'ভাড়ার অ্যাকাউন্ট' থেকে কাস্টমারের টাকা পৌঁছে দেয়া হতো সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোতে। এভাবেই বেটিং অ্যাপকে ঢাল করে ভিলাইয়ের এক সামান্য ফলের রস বিক্রেতা সৌরভ চন্দ্রকার ফুলে ফেঁপে ওঠেন। করোনার পরই সৌরভের এই কেলেঙ্কারি-কাণ্ড ডানা মেলে। এখন ইডির ওয়ান্টেড লিস্টে রয়েছেন সৌরভ ও তার সহযোগী রাজ গুপ্তা। তবে দুর্নীতিকাণ্ডে নাম জড়ানোর পর এখনও কোনো মন্তব্য করেননি রণবীর।

বলিউড অভিনেতা রণবীর কাপুরকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ৬ই অক্টোবর ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে নায়ককে। মহাদেব অনলাইন বেটিং মামলায় ইডির নজরে রয়েছেন রণবীর কাপুর।