ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হিজবুল্লাহর বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশের অভিযোগ ইসরায়েলের


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৩, ০২:১০ এএম

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হিজবুল্লাহর বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশের অভিযোগ ইসরায়েলের

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দল হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত বিতর্কিত লেবানন-ইসরায়েল সীমান্তের কাছে কংক্রিটের অবকাঠামো নির্মাণের অভিযোগ করে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ব্লু লাইনের ভূ-খন্ড পরিষ্কার ও এলাকা নিয়ন্ত্রণের কাজ চলার সময় এই অবকাঠামো আবিষ্কৃত হয়, 2000 সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের প্রত্যাহারের পর জাতিসংঘ কর্তৃক আঁকা একটি সীমানারেখা।

বিবৃতিতে বলা হয়, এটি লেবাননের ভূখণ্ড থেকে 2 থেকে 4 মিটার নীল লাইন অতিক্রম করে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে মোশাভ শাতুলার ইসরায়েলি সম্প্রদায়ের এলাকায়।

সেনাবাহিনী জানায়, লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর সঙ্গে সমন্বয় সাধনের পর বৃহস্পতিবার লেবাননের সেনাবাহিনী ওই কাঠামো সরিয়ে নেয়।

ব্লু লাইন লঙ্ঘনের পারস্পরিক অভিযোগসহ ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটেছে।