ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইসরায়েলি রাষ্ট্রদূতের ওপর হামাসের আকস্মিক হামলা


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৩, ০৪:১০ পিএম

ইসরায়েলি রাষ্ট্রদূতের ওপর হামাসের আকস্মিক হামলা

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের ওপর নজিরবিহীন হামলা চালিয়েছে। তাদের যোদ্ধারা ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের জিম্মি করে রেখেছে। তিন শতাধিক ইসরায়েলি নিহত হয়েছে। অন্যদিকে উপকূলীয় ছিটমহলের ওপর তীব্র বিমান হামলার ফলে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা কমপক্ষে ২৩২ জনে দাঁড়িয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, এই হামলার নিন্দা করে জাতিসংঘে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত একে 'অভূতপূর্ব উত্তেজনা' বলে উল্লেখ করেছেন এবং একে আমেরিকার উপর 9/11-র হামলার সঙ্গে তুলনা করেছেন। শনিবার ফক্স নিউজ লাইভে দেওয়া এক সাক্ষাত্কারে গিলাদ এরদান হামাসের স্বাধীনতাকামীদের 'পশু' বলে অভিহিত করেন।

শিশু, মহিলা এবং বয়স্কদের তাদের ঘরের বাইরে টেনে নিয়ে যাওয়া হয়েছিল, জিম্মি করা হয়েছিল। সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয় এবং অধিকাংশকে রাস্তায় হেঁটে যাওয়া ঠান্ডা রক্তে হত্যা করা হয়। ফক্স নিউজের এরিক শনকে তিনি বলেন, 'এটা সত্যিই নজিরবিহীন ঘটনা।

ওই কূটনীতিক ব্যাখ্যা করেন যে, যেহেতু ইসরায়েলের জনসংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে ছোট, তাই হতাহতের পরিমাণ 9/11-তে নিহতদের সমানুপাতিক।

হামাসের পক্ষ থেকে বলা হয়, 'মানুষকে দখলদারিত্বের অবসানের জন্য একটি রেখা টানতে হবে'। তিনি আরো বলেন, ইসরায়েল ফিলিস্তিনি ভূমি জুড়ে এবং বিশেষ করে জেরুজালেমের পবিত্র আল-আকসা সাইটে অপরাধ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, 2001 সালে নিউ ইয়র্কের তত্কালীন অন্যতম আইকোনিক সাইট ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 9/11 হামলা ছিল পার্ল হারবার বোমা হামলার পর যুক্তরাষ্ট্রের মাটিতে সবচেয়ে ভয়াবহ হামলা।  2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ওয়াশিংটন ডিসির পেন্টাগন এবং পেনসিলভানিয়ার একটি মাঠে বিমান বিধ্বস্ত হয়। সন্ত্রাসী হামলায় প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারায় এবং অসংখ্য মানুষ আহত হয়।