ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইসরায়েল পূর্ণ নিয়ন্ত্রণের দাবি, গাজা সীমান্তে ৩ লাখ সেনাসমাবেশ


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৩, ০৫:১০ পিএম

ইসরায়েল পূর্ণ নিয়ন্ত্রণের দাবি, গাজা সীমান্তে ৩ লাখ সেনাসমাবেশ

ইসরায়েল পূর্ণ নিয়ন্ত্রণের দাবি, গাজা সীমান্তে ৩ লাখ সেনাসমাবেশ

ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে যে, হামাসের হামলার ৪৮ ঘণ্টা পর তারা দেশের ভেতরে তাদের নিয়ন্ত্রণ পুরোপুরি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তারা গাজাকে অবরুদ্ধ উপত্যাকাটির সীমান্তের কাছে হাজার হাজার সেনা সমাবেশ করেছে। তবে সীমান্ত এলাকাগুলোতে লড়াই চলা এবং নতুন করে সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের দক্ষিণের শহরগুলোতে হামাস যোদ্ধাদের প্রবেশেরও খবর পাওয়া যাচ্ছে। 

ইসরায়েল হামাসের আকস্মিক হামলার ধকল কাটানোর চেষ্টা করছে। দেশটি শনিবার থেকে গাজায় অবিরাম নির্বিচার বিমান ও কামান হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা ঘনবসতিপূর্ণ অবরুদ্ধ ছিটমহল গাজার কাছে তিন লাখ সেনাসমাবেশ ঘটিয়েছে।

মার্কিন নেতৃত্বে পশ্চিমা শক্তিবর্গ ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছে। তারা হামাসের নজীরবিহীন সমন্বিত হামলারও নিন্দাও জানিয়েছে। 

হামাসে আক্রমণে ইসরায়েলে অন্তত ৯০০ নিহত এবং ইসরায়েলে অবিরাম নির্বিচার বিমান ও কামান হামলায় গাজায় নারী-শিশুসহ অন্তত ৬৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিরিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

হামাস সোমবার হুমকি দিয়েছে যে, ইসরায়েল যদি অবরুদ্ধ গাজার অসামরিক জনগণের ওপর হামলা বন্ধ না করে তাহলে তারা আটক জিম্মিদের হত্যা করতে শুরু করছে। এনবিসি টিভির চারজন সাংবাদিক অঞ্চলটি থেকে এসব খবর জানিয়েছেন।