ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

রুশ প্রেসিডেন্ট পুতিনের চীন সফরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২৩, ০৮:১০ পিএম

রুশ প্রেসিডেন্ট পুতিনের চীন সফরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন

রুশ প্রেসিডেন্ট পুতিনের চীন সফরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগামী সপ্তাহে চীন সফরের কথা রয়েছে, তার সহকারী ইউরি উশাকভ বুধবার সাংবাদিকদের বলেন, সফরের প্রস্তুতি ভালভাবে চলছে। 

রুশ গণমাধ্যম আরটির খবরে বলা হয়, পুতিনের সফরের সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন- সেগুলি নির্ধারণ করা হয়েছে এবং "সময়মতো" প্রচার করা হবে। চীন সফরের আগে ১২-১৩ অক্টোবর রাশিয়ান নেতা কিরগিজস্তান সফর করবেন।
গত মাসে মস্কোতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকের সময় পুতিন নিশ্চিত করেন, তিনি 2023 সালের প্রথম বিদেশ সফরে বেইজিং সফর করবেন। 

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ১৭-১৮ অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠিত বেল্ট অ্যান্ড রোড ফোরামে যোগ দিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণ গ্রহণ করে তিনি আনন্দিত।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারী প্রতিনিধি হুয়া চুনিংয়ের মতে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের দশম বার্ষিকী তৃতীয় আন্তর্জাতিক ফোরামের কেন্দ্রবিন্দু হবে। জানা গেছে, রাষ্ট্রপতি শি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং একটি মূল বক্তব্য দেবেন, তারপরে একটি ভোজ এবং ফোরামের অংশগ্রহণকারীদের সাথে দ্বিপাক্ষিক অনুষ্ঠান হবে। বেল্ট অ্যান্ড রোড কাঠামোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের ওপর এই অনুষ্ঠানের জোর দেওয়া হবে।

চীন গত মাসে ঘোষণা করেছিল- সার্বিয়া ও আর্জেন্টিনার রাষ্ট্রপতিসহ প্রায় ৯০টি দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দেবেন।
মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ এবং অন্যান্য জায়গায় পরিকাঠামো উন্নয়ন ও বিনিয়োগের লক্ষ্যে 2013 সালে শি জিনপিং প্রথম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রস্তাব দেন। একশো পঞ্চাশটিরও বেশি দেশ ও সংস্থা এই উদ্যোগে যোগ দিয়েছে।