এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৩, ০৮:১০ পিএম
গ্যাবনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের স্ত্রীর কারাদণ্ড
গ্যাবনের নতুন সামরিক শাসকরা সম্প্রতি এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলি বঙ্গোর স্ত্রী সিলভিয়া বঙ্গো ওন্দিম্বা ভ্যালেন্টিনকে কারাগারে পাঠিয়েছেন। গত মাসের শেষ দিকে অর্থপাচার ও জালিয়াতির অভিযোগে বরখাস্তকৃত ফার্স্ট লেডিকে কারাগারে পাঠানো হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
গ্যাবনের গণমাধ্যমের খবরে বলা হয়, সিলভিয়া বনগোকে একটি কমিটমেন্ট আদেশের আওতায় আনা হয় এবং বুধবার একজন পরীক্ষক ম্যাজিস্ট্রেটের দীর্ঘ শুনানির পর রাজধানী লিব্রেভিলের কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করা হয়।
গত ৩০শে আগস্ট সামরিক অভ্যুত্থানের পর থেকে গৃহবন্দি ছিলেন সাবেক এই ফার্স্ট লেডি। তার বিরুদ্ধে সরকারি তহবিল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে এ তথ্য জানান তার আইনজীবী ফ্রাঁসোয়া জিমেরে।
জিমেরে তার এই সিদ্ধান্তকে 'স্বেচ্ছাচারী' এবং 'বেআইনি' বলে অভিহিত করেছেন
আলী বঙ্গো, যিনি ১৪ বছর ক্ষমতায় ছিলেন, গত আগস্টে দেশটির বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাতিল করে একদল গ্যাবনিজ সেনা অভ্যুত্থানের ঘোষণা দেওয়ার পর তাকে গৃহবন্দি করা হয়। দীর্ঘ সময়ের নেতাকে 64.27% ভোট পেয়ে বিজয়ী ঘোষণা করা হয়েছিল, 1967 সাল থেকে ক্ষমতায় থাকা তার বাবা ওমর বঙ্গোর পরে মধ্য আফ্রিকান রাষ্ট্র শাসন করার জন্য তাকে তৃতীয় মেয়াদে দেওয়া হয়েছিল।
গত মাসে নতুন গাবোনিজ কর্তৃপক্ষ ঘোষণা দেয়, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট এখন আর হেফাজতে নেই এবং দেশ ছাড়ার জন্য তিনি স্বাধীন।
2018 সালের অক্টোবরে বঙ্গো গুরুতর স্ট্রোকে আক্রান্ত হন, যার ফলে তার ডান হাত ও পা নড়াচড়া করতে সমস্যা হয়। অভ্যুত্থানের নেতাদের সন্দেহ ছিল সিলভিয়া বঙ্গো তার স্বামীকে 'দুর্বৃত্ত' করেছেন, যিনি স্ট্রোকের প্রভাবে ভুগছেন এবং কিছু সরকারি কর্মকর্তার সঙ্গে 'বিপুলভাবে সরকারি তহবিল আত্মসাত্' করেছেন।
তার ছেলে নুরেদ্দিন বনগো ভ্যালেন্টিনের বিরুদ্ধেও অভ্যুত্থানের নেতাদের দ্বারা দুর্নীতি ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে এবং আগস্ট থেকে তাকে প্রাক-ট্রায়াল আটক রাখা হয়েছে।
'গ্যাবন রিভিউ'র খবরে বলা হয়, সিলভিয়া বনগো তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, বুধবার বিচারকদের সামনে হাজির হওয়ার সময় তিনি গ্যাবনের নাগরিক ছিলেন না।