এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ জুন, ২০২২, ০৩:০৬ পিএম
স্কুলের পর গোরস্থান, ফের এলোপাথাড়ি গুলি! জখম ৫, এক মাসে চারবার আততায়ী হামলা আমেরিকায়
এবার শেষকৃত্যের অনুষ্ঠান চলাকালীন গুলি চলল আমেরিকায় (US Shooting)! পুলিশ জানিয়েছে, উইশকনসিনের একটি কবরখানায় এই ঘটনা ঘটেছে গতকাল দুপুরে। একাধিক ব্যক্তি জখম হয়েছেন। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
জানা গেছে, দুপুর আড়াইটা নাগাদ এক ব্যক্তির শেষকৃত্য চলছিল গ্রেসল্যান্ড গোরস্থানে। বেশ কিছু মানুষ উপস্থিত ছিলেন সেখানে। আচমকাই এক বন্দুকবাজ এসে এলোপাথাড়ি গুলি চালাতে লাগে সবার মাঝখানে। তার পরিচয় জানা যায়নি। আচমকা হুলস্থূল পড়ে যায় সেখানে। প্রাণভয়ে পালাতে থাকেন সকলে। জখম হয়ে কাতরাতে থাকেন বেশ কয়েক জন।
কিছুক্ষণেই পৌঁছয় পুলিশ। আহত পাঁচ জনকে পাঠানো হয় হাসপাতালে। তদন্ত শুরু হয় এলাকায়।
প্রসঙ্গত, গত পরশু অর্থাৎ বুধবারই আমেরিকার ওকলাহোমায় হাসপাতালে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় আরও এক বন্দুকবাজ। রক্তাক্ত লুটিয়ে পড়েন চারজন। পুলিশের গুলিতে বন্দুকবাজও খতম হয়েছে ওই ঘটনায়। তার আগে গত সপ্তাহেই টেক্সাসের একটি স্কুলে আততায়ীর হামলায় ১৯ জন পড়ুয়া ও ২ জন শিক্ষক মারা যান। তার আগে নিউউয়র্কের বাফেলোতে একটি বাজার এলাকায় গুলি চলে। বন্দুকবাজের হামলায় ১০ জন প্রাণ হারান।
এই নিয়ে গত এক মাসে চতুর্থবার আমেরিকায় আততায়ীর গুলি-হামলা হল। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে