ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

রাস্তার ধারেই বিকট শব্দে ফাটল বোমা! বিস্ফোরণের আতঙ্কে ত্রস্ত ব্যারাকপুর


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ জুন, ২০২২, ০৩:০৬ পিএম

রাস্তার ধারেই বিকট শব্দে ফাটল বোমা! বিস্ফোরণের আতঙ্কে ত্রস্ত ব্যারাকপুর

রাস্তার ধারেই বিকট শব্দে ফাটল বোমা! বিস্ফোরণের আতঙ্কে ত্রস্ত ব্যারাকপুর

 প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর বোমা ফাটল। ব্যারাকপুরে (Barrackpore) সেই নিয়ে তুমুল হইচই শুরু হয়েছে। রাস্তার ধারে যেখানে কাজ চলছে, সেই মাটির স্তূপের উপরেই কেউ বা কারা বোমা রেখে গিয়েছিল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: দিদির ধমকই দাওয়াই, সুড়সুড় করে মাঠে নামলেন শিবাজী

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর অন্তর্গত জেটিয়া থানার হালিশহর (Barrackpore) এলাকায়। সেখানে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসের সম্প্রসারণের কাজ চলছে। বিভিন্ন এলাকা থেকে মাটি এনে রাস্তার দুই ধারে ফেলছেন কর্মরত শ্রমিকরা। সেই মাটির উপরেই এদিন বিকট শব্দ শুনতে পান শ্রমিকরা।

হালিশহরের এই বোমা বিস্ফোরণে (Barrackpore) কারও আঘাত লাগেনি। হতাহতের কোনও খবর নেই। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মাটির উপরে বোমা কীভাবে এল, কে বা কারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকার আশেপাশে আর কোনও বোমা আছে কিনা তাও তল্লাশি করে দেখা হচ্ছে। বোমার আতঙ্কে ত্রস্ত এলাকাবাসী। তাঁদের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে