এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ জুন, ২০২২, ০৪:০৬ পিএম
নতুন টিম নিয়ে পুরনো মেজাজে ‘ফার্স্টবয়’ সৃজিত! শেষপাতে থ্রিলার যেন ‘চেরি অন দ্য টপ’
কী হবে যদি প্রেমের স্মৃতি হারিয়ে যায়? স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা, নাকি ভুলে যাওয়া প্রেম পাশ কাটিয়ে ফের নতুন করে প্রেমে পড়া? ‘এক্স ইক্যুয়ালস টু প্রেম’ (X=Prem)-এ সেই উত্তরটাই খুঁজেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)।
এই সিনেমায় কলেজ জীবনের প্রেম জয়ী আর খিলাৎ-এর। র্যাগিং করতে গিয়ে ধুতি পরে ট্যাঙ্গো ডান্স কীভাবে গুহার ভিতর আদরের সম্পর্কে গড়াল, তারই আভাস মিলবে সৃজিতের (Srijit Mukherjee) এই সাদা-কালো সিনেমার প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে ‘কাহানি মে টুইস্ট’ তৃতীয় ব্যক্তির হাত ধরে। শেষমেশ এই সম্পর্ক কোনদিকে বাঁক নেয়, সেটা জানতেই ছবিটা দেখা। কলেজের প্রেম, ফেস্টে মারামারি, একতরফা ভালবাসা, লুকিয়ে দেখা, গোপন চিঠি, স্মৃতি নিয়ে কাটাছেঁড়া… সবমিলিয়ে ‘এক্স ইক্যুয়ালস টু প্রেম’ (X=Prem) যেন একমুঠো যৌবন!
আসা যাক অভিনেতাদের কথায়। সৃজিত মুখোপাধ্যায় এই ছবিতে বাজি লড়েছেন এক্কেবারে নতুন একটা টিম নিয়ে। কাস্টিং একদম নতুন। অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাস ও মধুরিমা বসাক বড়পর্দায় নবাগত, তাঁরাই এই ছবির প্রাণ।
একদম শেষে ব্যাট হাতে ক্রিজে নেমেই ছক্কা হাঁকিয়েছেন অর্জুন চক্রবর্তী। তারপর প্রায় পুরো দ্বিতীয়ার্ধটা জুড়েই ‘চালিয়ে খেলেছেন’। কখনও পাঞ্জাবি পরা কলেজ পড়ুয়া, কখনও ফর্মাল পোশাকের চাকুরিজীবী, সবেতেই তিনি মানানসই, ঝকঝকে।
পর্দায় যথেষ্ট সাবলীল নবাগতরা। নতুন ছাত্রছাত্রীদের থেকে এক্কেবারে সেরাটা বের করে এনেছেন সৃজিত, যেন স্কেল হাতে দাঁড়িয়ে থাকা কড়া হেডস্যার তিনি। সৃজিতের ছবির হাত ধরে টলিউডে পা ফেলেছেন, এখন দেখার ভবিষ্যতে এই তিনজন বাংলা সিনেমায় কতটা ছাপ রাখতে পারেন।।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে