ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইসরায়েল-গাজা নিয়ে জরুরি অসাধারণ বৈঠকের ডাক ইসলামিক নেশনস গ্রুপের


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৩, ০৪:১০ পিএম

ইসরায়েল-গাজা নিয়ে জরুরি অসাধারণ বৈঠকের ডাক ইসলামিক নেশনস গ্রুপের

ইসরায়েল-গাজা নিয়ে জরুরি অসাধারণ বৈঠকের ডাক ইসলামিক নেশনস গ্রুপের

ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে সৌদি আরবে 'জরুরি অসাধারণ বৈঠক' ডেকেছে ইসলামি রাষ্ট্রগুলোর একটি শীর্ষ গোষ্ঠী। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন -ওআইসি গাজায় 'সামরিক উত্তেজনা' এবং 'প্রতিরক্ষাহীন বেসামরিক নাগরিকদের জন্য হুমকি' নিরসন করতে চায়।

ইসলামি শীর্ষ সম্মেলনের চলতি অধিবেশনের সভাপতিত্বকারী সৌদি আরব বুধবার জেদ্দায় অনুষ্ঠিতব্য বৈঠকে সদস্য দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে।

ওআইসি তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে, সৌদি আরবের আমন্ত্রণে সংগঠনের নির্বাহী কমিটি মন্ত্রী পর্যায়ে একটি জরুরি উন্মুক্ত অসাধারণ বৈঠক আহ্বান করছে, গাজার ক্রমবর্ধমান সামরিক পরিস্থিতি এবং এর পারিপার্শ্বিক অবস্থার অবনতি, যা সাধারণ মানুষের জীবন এবং এই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে, তা মোকাবেলা করা।

ওআইসি জাতিসংঘের পর দ্বিতীয় বৃহত্তম সংগঠন। চারটি মহাদেশে ছড়িয়ে থাকা ৫৭টি দেশ ওআইসির সদস্য। এটি নিজেকে মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠ বলে অভিহিত করে।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সৌদি আরব যে আলোচনা স্থগিত করেছে, তার একদিন পর ওআইসির জরুরি বৈঠকের আহ্বান এসেছে।
সংবাদ সংস্থা এএফপি-কে এই আলোচনার সঙ্গে পরিচিত এক সূত্র জানিয়েছে, "সম্ভাব্য স্বাভাবিকতা নিয়ে আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব এবং মার্কিন আধিকারিকদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

ইসলামের পবিত্রতম স্থানগুলোর আবাসস্থল উপসাগরীয় দেশটি কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং 2020 সালের মার্কিন-দালাল আব্রাহাম চুক্তিতে যোগ দেয়নি, যা উপসাগরীয় প্রতিবেশী বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি মরক্কো ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবকে একই পদক্ষেপ নেওয়ার জন্য জোর চাপ দিচ্ছিল।

সৌদি বাদশাহ সালমানের পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অধীনে রিয়াদ ওয়াশিংটন থেকে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তাসহ স্বাভাবিকীকরণের শর্ত দিয়েছিল।

যে সপ্তাহে হামাস ইসরায়েলের ওপর হামলা শুরু করে, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ভাগ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রিয়াদ, যেখানে ইসরাইল হাজার হাজার হামলা চালিয়েছে এবং ওই ভূখণ্ডের উত্তরাঞ্চল খালি করার নির্দেশ দিয়েছে, হাজার হাজার লোককে পালাতে প্ররোচনা দিচ্ছে।

শুক্রবার সৌদি আরব গাজায় ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা এবং 'প্রতিরক্ষাহীন বেসামরিক নাগরিকদের' ওপর হামলার নিন্দা জানিয়েছে।