ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

আলেপ্পো বিমানবন্দরে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করছে সিরিয়া


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৭ অক্টোবর, ২০২৩, ০১:১০ এএম

আলেপ্পো বিমানবন্দরে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করছে সিরিয়া

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে- একটি ইসরায়েলি বিমান হামলা আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরকে অকার্যকর করে তুলেছে এবং বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসনের "আন্তর্জাতিক আইন ও নিয়ম" উপেক্ষা করার জন্য সমালোচনা করেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, "শনিবার রাত সাড়ে ১১টার দিকে ইসরায়েলি শত্রু লাটাকিয়ার পশ্চিমে ভূমধ্যসাগরের দিক থেকে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের বিরুদ্ধে বিমান হামলা চালায়। "এই আক্রমণের ফলে বিমানবন্দরের বস্তুগত ক্ষতি হয় এবং এর অ্যাক্সেসযোগ্যতা হ্রাস পায়।"

টাইমস অফ ইসরায়েল রবিবার জানিয়েছে- সিরিয়া থেকে ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে দুটি রকেট নিক্ষেপের পরপরই এই হামলাটি ঘটে।

বৃহস্পতিবার বার্তা সংস্থা সানা সিরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে- ইসরায়েল আলেপ্পো এবং দামেস্কের বিমানবন্দরগুলিতে "একযোগে" ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এএফপি-র মতে, জার্মানিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রন প্রসোর নিশ্চিত করেছেন যে দামেস্ক বিমানবন্দরে হামলার উদ্দেশ্য ছিল "ইরান থেকে অস্ত্র সরবরাহ" রোধ করা।

ইসরায়েল-গাজা সংঘাত নিয়ে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিরিয়া সফরের একদিন আগে আলেপ্পো ও দামেস্কে এই হামলা হয়।

এক বিবৃতিতে সিরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা "ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অব্যাহত অপরাধ এবং নারী ও শিশুসহ নিরপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যার" জন্য ইসরায়েলের নিন্দা জানিয়ে যোগ করেছেন যে ইসরায়েল "এই অঞ্চলে এবং বিশেষ করে সিরিয়ায় সন্ত্রাসী সংগঠনগুলির বৃহত্তম সমর্থক"।