ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

সুদানে সহিংসতায় নিহত ৯ হাজার


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২৩, ০৩:১০ এএম

সুদানে সহিংসতায় নিহত ৯ হাজার

জাতিসংঘের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সুদানে সামরিক ও প্রতিদ্বন্দ্বী আধাসামরিক গোষ্ঠীগুলির মধ্যে সশস্ত্র সংঘাত গত ছয় মাসে ৯ হাজার জনের প্রাণ কেড়ে নিয়েছে এবং ৫.৬ মিলিয়নেরও বেশি লোককে তাদের বাড়িঘর খালি করতে বাধ্য করেছে।

"অর্ধ বছরের যুদ্ধ সুদানকে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে খারাপ মানবিক দুঃস্বপ্নের মধ্যে ফেলে দিয়েছে", "জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস বলেছেন," "২ কোটি ৫০ লক্ষ মানুষের সাহায্যের প্রয়োজন।"

সুদানের সশস্ত্র বাহিনী-এসএএফের প্রধান জেনারেল আবদেল-ফাত্তাহ বুরহান এবং রেপিড সাপোর্ট ফোর্স-আরএসএফের কমান্ডার জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর মধ্যে কয়েক মাস ধরে উত্তেজনা চলার পর, ১৫ই এপ্রিল আফ্রিকান জাতির রাজধানীতে তীব্র লড়াই শুরু হয়।

আরএসএফ-এর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনার অভিযোগে জুনের মাঝামাঝি সময়ে গভর্নর খামিস আবদুল্লাহ আবাকারকে হত্যা করা হয়।

গ্রিফিথের মতে, "বেসামরিক নাগরিকরা, বিশেষ করে খার্তুম, দারফুর এবং কর্দোফানে, গত ছয় মাস ধরে সন্ত্রাস ও রক্তপাতের শিকার হয়েছে।"

জাতিসংঘের মানবিক প্রধান বলেন, 'ধর্ষণ ও যৌন সহিংসতার ভয়াবহ খবর অব্যাহত রয়েছে এবং জাতিগত সংঘর্ষ ঘন ঘন ঘটছে, বিশেষ করে দারফুরে।

জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত মাসে জানিয়েছে- সুদানে হাসপাতাল এবং চিকিৎসা দলগুলির উপর বারবার হামলা রোগের প্রাদুর্ভাব এবং মৃত্যুকে আরও বাড়িয়ে তুলেছে।

গ্রিফিথের মতে, দ্বন্দ্ব শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৪৫ জন ত্রাণকর্মীকে হত্যা বা আটক করা হয়েছে এবং "তাদের প্রায় সবাই জাতীয় কর্মী"।

জাতিসংঘ সুদানের যুদ্ধরত দলগুলিকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার, বেসামরিক নাগরিকদের রক্ষা করার, মানবিক সহায়তার অনুমতি দেওয়ার এবং সংঘাতের অবসান ঘটাতে সংলাপের জন্য পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।