এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৩, ০৭:১০ এএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সংঘাত নিয়ে পশ্চিমা দেশগুলোর বক্তব্য সঠিক পথেই এগোচ্ছে। তবে কিয়েভকে অবশ্যই তার 'নাটক' শেষ করতে হবে এবং শান্তি আলোচনা শুরু হওয়ার আগে আইনি বাধাগুলো দূর করতে হবে।
চীনে এক সংবাদ সম্মেলনে রুশ নেতা সাংবাদিকদের বলেন, 'ইউক্রেনীয় পক্ষ যদি সত্যিই চায় আলোচনা হোক, তবে তা কোনো নাটকীয়তা ছাড়াই হওয়া উচিত।
পুতিন বলেন, ইউক্রেনকে এমন একটি আইন বাতিল করতে হবে, যা তিনি যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন শান্তি আলোচনা অসম্ভব বলে ঘোষণা করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক বছরেরও বেশি সময় আগে এই নিষেধাজ্ঞায় স্বাক্ষর করেছিলেন, যখন তার সরকার পশ্চিমা সামরিক সহায়তায় রাশিয়ার বিরুদ্ধে সামরিক বিজয়ের চেষ্টা চালিয়েছিল।
রুশ নেতা দাবি করেন, মাসের পর মাস যুদ্ধ করেও কিয়েভ তার বিদেশি পৃষ্ঠপোষকদের খুব কমই দেখাতে পারছে। পশ্চিমা কিছু কর্মকর্তা দৃশ্যতই যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করার ঘোষিত লক্ষ্য থেকে সরে যাচ্ছে।
পুতিন বলেন, এই পরিবর্তন সঠিক পথেই এগোচ্ছে। আমি তার প্রশংসা করছি। কিন্তু তা যথেষ্ট নয়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলের নাম উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, একজন পশ্চিমা ব্যক্তি তার অবস্থান পরিবর্তন করেছেন।
গত সপ্তাহে চীন সফরকালে বোরেল পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেন, 'আমরা ইউক্রেন শান্তি আলোচনাকে সমর্থন করার জন্য চীনের ওপর নির্ভর করছি। চীন দীর্ঘদিন ধরে ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধানের পক্ষে।
মঙ্গলবার হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হলে ইউক্রেনের বিষয়ে এ মন্তব্য করেন পুতিন।
রুশ নেতা বলেন, তিনি ওরবানকে এমন কোনো কথা বলেননি, যা ইউক্রেনের সংঘাত নিয়ে মস্কোর প্রকাশ্য অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
ওরবান রুশপন্থী ছিলেন বলে দাবি করা হয়েছে, পুতিনের দাবি, প্রধানমন্ত্রী আসলে 'হাঙ্গেরিয়ানপন্থী', এবং পরামর্শ দিয়েছিলেন যে নিন্দুকেরা তাঁর মানুষের স্বার্থ রক্ষার জন্য সাহসের প্রতি ঈর্ষা করে।,আজকের অনেক ইউরোপীয় রাজনীতিবিদের মতো নয়।
পুতিন ও ওরবান উভয়েই বেল্ট অ্যান্ড রোড ফোরাম ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনে অংশ নিতে চীন সফর করেন, আর সেই অনুষ্ঠানের ফাঁকেই দেখা হয়ে গেল।