এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৩, ০৪:১০ পিএম
ডেট করতে গিয়ে ধরা কার্তিক, পালালেন নায়িকা!
বলিউডের ‘ভুলভুলাইয়া টু’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছান অভিনেতা কার্তিক আরিয়ান। এ ছবির সাফল্য বদলে গিয়েছে অভিনেতার ভাগ্য। এরপর একের পর এক সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সিনেমা দিয়ে যেমনি প্রশংসিত হয়েছেন, তেমনি নানান প্রেমের গুঞ্জনে সমালোচিতও হয়েছেন এই অভিনেতা। এক সময় বলি পাড়ায় কান পাতলেই শোনা যেত অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে কার্তিকের সম্পর্কের কথা। এরপর অনন্যা পাণ্ডের সঙ্গেও নাম শোনা যায় তার। এবার আরেক নায়িকার সঙ্গে ডেট করার সময় হাতে নাতে ধরা পড়লেন এই অভিনেতা। ইতোমধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
ভাইরাল ভাইয়ানি নামের একটি ইনস্টাগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, রেস্তোরা থেকে বের হয়ে কার্তিক গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছিলেন অভিনেত্রী তারা সুতারিয়াকে। সেই সময় ফটোগ্রাফারদের উপস্থিতি দেখে অপ্রস্তুত হয়ে পড়েন অভিনেত্রী। দ্রুত ছুটে যান গাড়ির দিকে। এরপর গাড়ি নিয়ে পালিয়ে যান অভিনেত্রী।
দিন কয়েক আগেই কার্তিক আরিয়ানকে দেখা গিয়েছিল হৃতিক রোশনের তুতোবোন পশমিনা রোশনের সঙ্গে সময় কাটাতে। এবার অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে দেখা গেল কার্তিককে। মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় নৈশভোজে যান তারা। কার্তিকের পরনে সাদা শার্ট ও প্যান্ট, বডিকন পোশাকে দেখা গেল তারাকে। একে অপরকে আলিঙ্গনও করেন। কিন্তু ছবিশিকারিদের দেখা মাত্র ছুট দেন তারা।
এই কাণ্ডে এক দিকে যেমন কার্তিক ও তারার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে, অন্য দিকে একাংশের মতে, গোটা ব্যাপাটাই তাদের পরবর্তী ছবি ‘আশিকি ৩’-এর প্রচার কৌশল।