ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

অবশেষে চলচ্চিত্রে মেহজাবীন


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৩, ০৪:১০ পিএম

অবশেষে চলচ্চিত্রে মেহজাবীন

অবশেষে চলচ্চিত্রে মেহজাবীন

নাটক ও টেলিছবিতেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ইতোমধ্যে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই মেহজাবীনকে চলচ্চিত্রে দেখার প্রত্যাশা ছিলো সিনেমাপ্রেমীরা। এবার সেই প্রত্যাশা ফুরোতে যাচ্ছে। 

নতুন খবর হচ্ছে, বড় পর্দায় দেখা যাবে মেহজাবীন। খুব শিগগিরই ‘জায়া’ নামের একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। সিনেমাটি নির্মাণ করা হচ্ছে একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য। চলচ্চিত্রে অভিনয়ের প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘এর আগে ওয়েব ফিল্মে কাজ করা হয়নি। গল্পটা শুনে কাজটি করতে রাজি হয়েছি। তা ছাড়া ওয়েব ফিল্ম ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়, যা সারা পৃথিবীর মানুষ দেখতে পারে। এ জন্য বিশেষ যত্ন নিয়ে এই ধরনের ফিল্ম তৈরি করা হয়। কাজগুলোয় আন্তর্জাতিক মান ধরে রাখার চেষ্টা থাকে।’

জানা গেছে, এক তরুণীর পারিবারিক জীবনের গল্পকে ঘিরেই নির্মিত হবে ‘জায়া’। এটি নির্মাণ করবেন শিহাব শাহীন। প্রথম চলচ্চিত্রে আফরান নিশোর সঙ্গে জুটি বাঁধছেন মেহজাবীন। দ্রুতই শুরু হবে সিনেমার শুটিং। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘জায়া’ নামের একটি ওয়েব ফিল্ম নির্মাণের আলোচনা চলছে। তবে এখনও কিছু ফাইনাল হয়নি। সবকিছু ঠিক হলে আগামীতে শুটিং শুরু হবে।